গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে মাহমুদউল্লাহর

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
মাহমুদউল্লাহর পায়ের গুরুতর নয় বলে জানা গিয়েছে স্ক্যান রিপোর্টে। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় একটি সিঙ্গেল নিতে গিয়ে পায়ের মাংশপেশিতে টান খেয়েছিলেন এই অলরাউন্ডার।
এরপর দলের ফিজিও থিহান চন্দ্রমোহন তৎক্ষণাৎ মাঠে এসে তাঁকে চিকিৎসা প্রদান করেন। চোটাক্রান্ত পায়ে কম্প্রেশন ব্যান্ডেজ বেঁধে পরবর্তীতে খেলা শুরু করেন ১ রানে অপরাজিত মাহমুদউল্লাহ।

সেই অবস্থাতেই মুশফিকুর রহিমের সাথে ৫৬ রানের জুটি গড়েন তিনি। তবে ব্যাটিংয়ের সময় তাঁকে বেশ সংগ্রাম করতে দেখা গিয়েছে। ম্যাচ শেষে তাঁর ডান পায়ের স্ক্যান করানো হয়। সেই স্ক্যান রিপোর্ট থেকে জানা গিয়েছে ডান পায়ের মাংশপেশিতে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে মাহমুদউল্লাহর।
সাধারণত গ্রেড ওয়ান টিয়ার ইনজুরি থেকে সেরে উঠতে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগে। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে আগামী ২রা জুলাইয়ের ম্যাচেই খেলতে পারেন মাহমুদউল্লাহ।
রিয়াদের ইনজুরি প্রসঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, 'স্ক্যান রিপোর্ট থেকে জানা গিয়েছে ডান পায়ের মাংশপেশিতে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে মাহমুদউল্লাহর। এই মুহূর্তে আমি এটাই শুধু বলতে পারি। আমি এখনও ফিজিওর সাথে কথা বলিনি। তাঁর সাথে কথা বলার পর আরও বিস্তারিত জানাতে পারবো।'
বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই কাঁধের ইনজুরিতে ভুগছিলেন ??াহমুদউল্লাহ। এই কারণে টুর্নামেন্টে তাঁকে বোলিংও করতে দেখা যায়নি। গত নিউজিল্যান্ড সফর থেকে ইনজুরির সাথে লড়াই করে আসছেন তিনি। তবে এবার নতুন আরেকটি চোটের কবলে পড়েছেন এই অলরাউন্ডার।