দিনের সেরাঃ অলরাউন্ডার সাকিব

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে ৬২ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে এক কথায় এদিন নিজেকেও ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আগে ব্যাটিংয়ে নেমে ৫১ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান অতিক্রম করেন তিনি। এরপর বল হাতে উইকেট তুলে নিয়ে একের পর এক রেকর্ডে নাম লিখিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

২৪ রান করা রহমত শাহকে তামিমের ক্যাচ বানিয়ে শুরু। এরপর একে একে ফিরিয়েছেন গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, আসগর আফগান এবং নাজিবুল্লাহ জাদরানকে।
জাদরানকে আউট করে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে পাঁচ উইকেট দখলের কীর্তি গড়েছেন সাকিব। তাছাড়া কপিল দেব ও যুবরাজ সিংয়ের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে একই বিশ্বকাপে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছন সাকিবের।
চলতি বিশ্বকাপে সাকিবের রান এখন ৪৭৬। এবারের টুর্নামেন্টে যা সর্বোচ্চ। বল হাতেও সাকিব নিয়েছেন মোট ১০টি উইকেট। বিশ্বকাপের এক আসরে ১০ উইকেট ও চারশো এর বেশি রান করা একমাত্র অলরাউন্ডার এখন সাকিব।
চলতি বছরের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৯ ইনিংসে ব্যাট করে ২ সেঞ্চুরি আর ৬ হাফ সেঞ্চুরিতে সাকিবের সংগ্রহ ৬১৬। তাঁর ব্যাটিং গড়ও তাক লাগিয়ে দেয়ার মতো, ১০২.৬৭।