বাকি ম্যাচে মাহমুদউল্লাহকে নিয়ে সংশয়

ছবি: রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
পায়ের মাংশপেশিতে টান খাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় একটি সিঙ্গেল নিতে গিয়ে পায়ের চোটে পড়েন মাহমুদউল্লাহ।
এরপর দলের ফিজিও থিহান চন্দ্রমোহন তৎক্ষণাৎ মাঠে এসে তাঁকে চিকিৎসা প্রদান করেন। তবে চোট নিয়েই মুশফিকুর রহিমের সাথে ৫৬ রানের জুটি গড়েন তিনি। যদিও পরবর্তীতে ফিল্ডিংয়ে নামতে দেখা যায়নি তাঁকে।

এরই মধ্যে মাহমুদউল্লাহর ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকফ্রেঞ্জিকে তিনি জানিয়েছেন, আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে স্ক্যান করানো হবে রিয়াদের। এরপর তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চয়তা পাওয়া যাবে।
নান্নু বলেন, 'ম্যাচ শেষে তাঁর স্ক্যান করানো হবে এবং স্ক্যান রিপোর্ট পাওয়ার পর আমরা বলতে পারবো চোট কতটা গুরুতর।'
বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই কাঁধের ইনজুরিতে ভুগছিলেন মাহমুদউল্লাহ। এই কারণে টুর্নামেন্টে তাঁকে বোলিংও করতে দেখা যায়নি। গত নিউজিল্যান্ড সফর থেকে ইনজুরির সাথে লড়াই করে আসছেন তিনি। তবে এবার নতুন আরেকটি চোটের কবলে পড়লেন এই অলরাউন্ডার।
উল্লেখ্য এবারের বিশ্বকাপে ভালো ফর্মে আছেন মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচেই খেলেছিলেন ৫০ বলে ৬৯ রানের একটি ঝড়ো ইনিংস।
ফিনিশার হিসেবে এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়া এই অলরাউন্ডার ছিটকে পড়লে বড় ধাক্কা খেতে হবে বাংলাদেশকে। কারণ বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষে শক্তিশালী ভারত এবং পাকিস্তান।