promotional_ad

সব বলই মারতে চেয়েছিলেন মোসাদ্দেক

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


মুশফিকুর রহীম ও সাকিব আল হাসানের জোড়া অর্ধশতকে আফগানিস্তানের বিপক্ষে ২৬২ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। টাইগারদের এই বড় সংগ্রহে দারুণ অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন।


তাঁর ব্যাট থেকে এসেছে ৩৫ রান। বাংলাদেশের ইনিংস শেষে মোসাদ্দেক জানিয়েছেন তাঁর লক্ষ্যই ছিল প্রতিটি বলে শট খেলা। সেই কাজে অনেকটাই সফল হয়েছেন মোসাদ্দেক। তবে উইকেট কিছুটা স্লো থাকায় কাজটা সহজ হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।


'আমি শুধু প্রতিটি বল মারতে চেয়েছিলাম। ভাগ্য সহায় থাকায় পেরেছি। শুরুটা খুব সহজ ছিল না। শুরুতে কিছুটা স্লো ছিল (উইকেট) এবং শট খেলাও সহজ ছিল না।'



promotional_ad

মোসাদ্দেক মনে করেন সাউদাম্পটনের উইকেট ব্যাটসম্যানদের জন্য আদর্শ ছিল না। তারপরও বাংলাদেশ ২৬২ রান সংগ্রহ করেছে। নিজেদের এই সংগ্রহকে চ্যালেঞ্জিং সংগ্রহ বলে দাবি করেছেন মোসাদ্দেক।


আফগানদের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান সাকিব আল হাসান। তাছাড়া, মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহীম খেলেছেন ৮৩ রানের ইনিংস। এই দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন মোসাদ্দেক।


'আমি মনে করি এটা ব্যাটসম্যানদের জন্য আদর্শ উইকেট ছিল না। তাই আমি মনে করি ব্যাটসম্যানরা ভালো করেছে এবং ২৬২ সত্যিই চ্যালেঞ্জিং সংগ্রহ। তাঁরা (সাকিব ও মুশফিক) দারুণ ভালো করেছে। পিচের সঙ্গেও খুব ভালো ভাবে মানিয়ে নিয়েছিল।'


 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball