মুজিব ভীতি কাটছে না তামিমের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
তামিম ইকবালের জন্য ভয়ের কারণ হয়ে উঠেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। তাঁকে ইনিংসের প্রথম বল থেকে মোকাবেলা করার মানসিক সমস্যা থেকে বের হতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। সোমবার বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে মুজিবকে এড়াতেই আফগানদের বিপক্ষে নন স্ট্রাইকিং প্রান্ত থেকে ইনিংস শুরু করেছেন তামিম।
তামিম সব সময়ই ইনিংস শুরু করতে পছন্দ করেন। ইনিংসের প্রথম বল মোকাবেলা করার জন্য উন্মুখ থাকেন তিনি। কিন্তু আফগানিস্তানের হয়ে বল হাতে মুজিব শুরু করলেই তামিমের ইনিংস উদ্বোধন করা আগ্রহ হারিয়ে যায়।

আফগান স্পিনার মুজিব উর রহমানকে মোকাবেলা করতে তামিম ভীত, একটা প্রমাণিত। ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নন স্ট্রাইকিং প্রান্ত থেকে ইনিংস শুরু করেছিলেন দেশ সেরা এই ওপেনার।
সিরিজের প্রথম ম্যাচে মুজিবের প্রথম বলেই আউট হয়েছিলেন তামিম। সেই থেকে এই ভয় তাড়া করছে বাংলাদেশ ওপেনারকে। সিরিজের প্রথম ম্যাচটিতে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেছিলেন ডানহাতি অফ স্পিনার মুজিব।
এরপর সিরিজের বাকি ম্যাচগুলোতে নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন তামিম। প্রথম বল মোকাবেলা করেছিলেন আরেক ওপেনার লিটন দাস। স্ট্রাইকিং প্রান্ত থেকে ইনিংস শুরু না করলেও তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে তামিমকে নিজের শিকারে পরিণত মুজিব।
এরপর যতবারই আফগানিস্তানের মোকাবেলা করেছে বাংলাদেশ, মুজিবের বিপক্ষে তামিমকে ভীতি নিয়ে ব্যাট করতে দেখা গেছে। বিশকাপে সোমবারের ম্যাচে মুজিবের বিপক্ষে খেলতে অস্বস্তিতে থাকলেও শেষ পর্যন্ত বাঁহাতি এই ব্যাটসম্যান আউট হয়েছেন আরেক আফগান স্পিনার মোহাম্মদ নবির বলে।
তামিমের ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৩৬ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে চারটি চার হাঁকালেও মুজিবের বলে সেটা করতে পারেননি তামিম।