promotional_ad

সাউদাম্পটনে আফগান পরীক্ষার সম্মুখীন বাংলাদেশ

ছবিঃ এসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে ৬ ম্যাচে জয় শূন্য থাকা আফগানিস্তানের আপাতদৃষ্টিতে হারানোর কিছু নেই। কারণ ভারতের কাছে গত ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে তাদের। তবে মুদ্রার উল্টো পিঠ বাংলাদেশের ক্ষেত্রে। ৬ ম্যাচে ২ জয় পাওয়া মাশরাফিদের সেমিফাইনাল স্বপ্ন এখনও কিছুটা জ্বলজ্বলে।


এর জন্য তাদেরকে হাতে থাকা বাকি তিন ম্যাচে জয় পেতে হবে। এমন সমীকরণের সামনে থেকেই সোমবার (২৪ জুন) আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাউদাম্পটনের রোজ বোলে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। 


এই ম্যাচের আগে শক্তিমত্তার দিক থেকে কিছুটা এগিয়ে থাকছে মাশরাফি বাহিনী। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ বাকি ম্যাচগুলোতেও দারুণ খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচেই নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল তারা। 


এখন পর্যন্ত তিন ম্যাচে তিনশ ঊর্ধ্ব রান করা বাংলাদেশ আফগানদের বিপক্ষেও জ্বলে ওঠার লক্ষ্যে খেলতে নামবে। কিন্তু কাজটি যে খুব একটা সহজ হবে না সেটি বলাই বাহুল্য। ২০১৮ সালের এশিয়া কাপে বাংলাদেশকে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিল দলটি। বিশ্বকাপে গত ম্যাচে ভারতের মতো পরাশক্তি দলকে রীতিমত ভয় পাইয়ে দিয়েছিল আফগানিস্তান।


সাউদাম্পটনের এই মাঠেই শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে আফগানদের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটে ২২৪ রান সংগ্রহ করেছিল ভারত। কিন্তু এই ম্যাচটিও জিততে ব্যর্থ হয়েছে আফগানরা নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণে। 



promotional_ad

২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ শামির শেষ ওভারের হ্যাটট্রিকে ১১ রানে পরাজিত হয় গুলবাদিন নাইবের দল। তবে ম্যাচটি হারলেও ক্রিকেট বিশ্বের সমীহ আদায় করে নিয়েছে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে সোমবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে থাকবে তারা। 


দলের পারফর্মেন্স নিয়ে অবশ্য খুশিই থাকছেন আফগান দলপতি নাইব। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন, 'আমরা টুর্নামেন্টের প্রথমভাগে বেশ খারাপভাবে হেরেছি। তবে আমরা দ্বিতীয়ভাগে ভালো ক্রিকেট খেলেছি এবং আমি খুশি দলের পারফর্মেন্সে। র‍্যাঙ্কিংয়ের উপরে থাকা দলের বিপক্ষে খেলা আসলে কঠিন এবং তাদের সঙ্গে আপনাকে সেরা লড়াইটি করতে হবে।'


এদিকে সোমবার আফগানদের বিপক্ষে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে বাংলাদেশের। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া সাব্বির রহমানের পরিবর্তে দলে আবারও ফিরতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। 


কাঁধে চোট পাওয়া মোসাদ্দেক বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেছেন, 'মোসাদ্দেক এখন ফিট আছে। সে খেলার জন্য পুরোপুরি ফিট।'


এছাড়াও এই ম্যাচে রুবেল হোসেনের পরিবর্তে খেলতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে আফগানিস্তান দলে তেমন পরিবর্তনের সম্ভাবনা থাকছে না। ভারতের সঙ্গে দারুণ পারফর্ম করা দল নিয়েই সোমবার মাঠে নামতে পারে তারা।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- 



মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, রুবেল হোসেন/ মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।


আফগানিস্তান একাদশ (সম্ভাব্য)- 


গুলবাদিন নাইব (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), আফতাব আলম, মুজিব উর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball