promotional_ad

দিনটা হোক আমাদের, আফগান অধিনায়কের প্রত্যাশা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেই জয় তুলে নিতে চায় আফগানিস্তান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব জানিয়েছেন, বিশ্বের সেরা বোলিং আক্রমণ নিয়ে বাংলাদেশের মোকাবেলা করতে তৈরি তাঁর দল।


বাংলাদেশের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছেন নাইব। উইকেট থেকে আফগান স্পিনাররা সহায়তা পেলে ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন হয়ে উঠতে পারে বিশ্বাস আফগান অধিনায়কের।



promotional_ad

'আমি জানি বাংলাদেশেরও সামর্থ্য আছে। তাঁরা এই টুর্নামেন্টে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। তাঁরা কেমন খেলে সেটা সবাই জানে এবং তাঁরা ৩৫০, ৩৪০ তাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমি মনে করি তাদের ক্রেডিট দিতে হবে। আমাদের বিশ্বসেরা স্পিন বোলিং আক্রমণ আছে। উইকেট যখন আমাদের সঙ্গে মানানসই হয়, এটা অনেক কঠিন প্রতিপক্ষের জন্য। শুধু বাংলাদেশের জন্য নয়। সবার জন্যই।'


বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বড় লক্ষ্য তাড়া করে সহজ জয় পেয়েছে তাঁরা। ফলে বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছেন না নাইব। তবে নিজেদের শক্তিমত্তা সম্পর্কেও ধারণা দিয়েছেন তিনি।


'আমি এর আগেও বলেছি, বাংলাদেশ এই টুর্নামেন্টে দারুণ শুরু করেছে। যেকোনো দলের বিপক্ষে আমাদের খেলা দেখুন, গতকাল ভারতের মতো বিশ্বের সেরা ব্যাটিং আক্রমণের বিপক্ষেও আমরা ভালো করেছি। যদি উইকেট আমাদের স্পিনারদের সাহায্য করে তবে এটা যেকোনো দলের জন্য কঠিন। শুধু বাংলাদেশের জন্য না।'



নির্ধারিত দিনে ভালো খেলাই এখন লক্ষ্য আফগান দলপতির। গত দুই ম্যাচেই ভালো করেছে আফগানরা। আগামীকালকেও তাঁরা এই পারফর্মেন্স ধরে রাখতে পারবে বলে আশাবাদী নাইব।


'আমি জানি এটা নতুন দিন এবং এটা নির্ভর করে নির্দিষ্ট দিনের (পারফর্মেন্সের ওপর)। তাই আমরা সঠিক জিনিসটি ভালো ভাবে করার চেষ্টা করবো। গত দুই ম্যাচের আমরা ভালো কিছু করেছি। আগামী কালও করতে পারবো বলে আশাবাদী।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball