সাংবাদিকদের ওপর চটেছেন রোডস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের চোট নিয়ে বিভিন্ন বিতর্ক চাউর হয়েছে দেশের সংবাদমাধ্যমে। তিনি সুস্থ থেকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চাননি বলে যে সংবাদ বেরিয়েছে, তা অসত্য বলে দাবি করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস।
তিনি জানিয়েছেন, সাইফউদ্দিন অস্ট্রেলিয়া ম্যাচের আগে সত্যিই খেলার মতো অবস্থায় ছিলেন না। সাইফউদ্দিনের বিকল্প নিয়ে যে মিটিংয়ের কথা বলা হয়েছে সেটিও বানোয়াট, এমনটাই বলেছেন টাইগারদের কোচ।

‘আর তার (সাইফুদ্দিনের) মানসিক অবস্থা, আমার মনে হয় এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা অসত্য। যে মিটিংয়ের কথা লেখা হয়েছে, সেরকম কিছুই হয়নি। কারো বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার আগে শতভাগ নিশ্চিত হওয়া উচিত।’
কিছু নিশ্চিত না হয়ে সংবাদ না লেখার জন্য বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধ করেছেন রোডস। মিথ্যা সংবাদ খেলোয়াড়দের জন্য এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। তাই এগুলো এড়িয়ে চলার জন্য বলেছেন তিনি।
‘আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ রিপোর্টার ও আমরা যারা স্টাফ আছি সবাই চাই বাংলাদেশ ভাল করুক। কিন্তু যখন কোন মিথ্যা ছড়ানো হয় তখন ওই খেলোয়াড়কে তা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, বাংলাদেশের জন্যও এটা ভালো না। কে কি বলল সেটা ঠিক কিনা, তা নিশ্চিত হয়ে লেখা উচিত। আমি এই বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে আছি। এটাই চ্যালেঞ্জ। এই মোমেন্টামটাই ধরে রাখতে হবে। যদি কিছু আসে (সংবাদ) লেখার আগে নিশ্চিত হয়ে নিন মানুষ আপনাকে কি বলছে।'
অজিদের বিপক্ষে ম্যাচের আগে মোহাম্মদ সাইফউদ্দিন সুস্থ ছিলেন না বলে নিশ্চিত করেছেন রোডস। ম্যাচের আগে বল করতে পারছিলেন না তিনি। তাই তাকে খেলানো হয়নি বলে জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ।
‘শারীরিক প্রসঙ্গে আসি। সে ভালো আছে। তার বিশ্রাম দরকার। পিঠের চোটে ভুগছে সে। এই কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেনি। এটা শারীরিক ব্যাপার ছিল। সে বল করতে পারছিল না (অস্ট্রেলিয়া ম্যাচের আগে)। যে বল করতে পারছে না এমন বোলারকে তো খেলানো যায় না।’