জরিমানার কবলে নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। জিতেও জরিমানার কবলে পড়েছে কেন উইলিয়ামসনের দল।
মূলত স্লো ওভার রেটের কারণে শাস্তির সম্মুখীন হয়েছে কিউইরা। ক্যারিবীয়দের বিপক্ষে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করেছে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন ম্যাচ রেফরি ডেভিড বুন।

আইসিসির সংবিধানের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বলা করায় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়।
সেই সঙ্গে অধিনায়ককে ২০ শতাংশ জরিমানা করা করার বিধান আছে। তাই নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসনের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিশ্বকাপে উইলিয়ামসনের অধিনায়কত্বে এই ঘটনার পুনরাবৃত্তি করলে বড় ধরণের ক্ষতির মুখে পড়তে হবে নিউজিল্যান্ডকে। নিষেধাজ্ঞায় পড়তে হবে নিউজিল্যান্ডের এই অধিনায়ককে।
ফলে বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে স্লো ওভার রেট নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে উইলিয়ামসন দোষ স্বীকার করে নেয়ার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচের দায়িত্বে থাকা দুই ফিল্ড আম্পায়ার ইয়ান গৌল্ড এবং রুচিরা পিলিয়াগুরুগে, থার্ড আম্পায়ার নাইজেল লং এবং চতুর্থ আম্পায়ার রড টাকার নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের অভিযোগ এনেছিলেন।