মাথায় বলের আঘাত, মিরাজকে নিয়ে শঙ্কা

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাউদাম্পটনে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁর চোট কতটা গুরুতর তা জানা যায়নি। ফিজিওর রিপোর্ট হাতে পেলেই জানা যাবে তাঁর অবস্থা।
সাউথাম্পটনের রোজ বোলে নেটে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান ব্যাটিং অনুশীলন করছিলেন। তাকে বোলিং করছিলেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা।

তখন সীমানার বাইরে প্যাড আপ করে অনুশীলনে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ। সেই সঙ্গে আইসিসির সাথে সাক্ষাতকারে ব্যস্ত ছিলেন তিনি। সেই সময় মাশরাফির একটি ডেলিভারিতে সাব্বির শট খেললে বলটি তাঁর মাথায় আঘাত হানে।
সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন মিরাজ। এরপর তাঁর কাছে ছুটে যান বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন। জ্ঞান ফিরলে ব্যাটিং অনুশীলন করতে চেয়েছিলেন মিরাজ।
কোচ ও ফিজিও তাকে বিশ্রামের পরামর্শ দেন। ফলে আর অনুশীলনে নামা হয়নি এই স্পিন বোলিং অলরাউন্ডারের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস এই প্রসঙ্গে বলেছেন,
‘মিরাজের মাথায় বল লেগেছে। আমি যতটুকু জানি ও সুস্থ আছে। তবে এই মুহুর্তে তাকে ফিজিও দেখছে। বিস্তারিত তার কাছে জানা যাবে।'