promotional_ad

শামির হ্যাটট্রিকে কৃতিত্ব রয়েছে ধোনিরও

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করার পেছনে উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্রা সিং ধোনিকে কৃতিত্ব দিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। মুজিব উর রহমানকে হ্যাটট্রিক বলটি করার আগে ধোনির সঙ্গে পরামর্শ করেছিলেন তিনি।


হ্যাটট্রিক নিশ্চিত করার জন্য শামিকে ইয়র্কার দেয়ার পরামর্শ দিয়েছিলেন অভিজ্ঞ ক্রিকেটার ধোনি। তাঁর কথা অনুযায়ীই মুজিব উর রহমানকে ইয়র্কার দিয়েছিলেন এই পেসার। আর এর ফলাফলও পেয়েছেন তিনি তৎক্ষণাৎ। 



promotional_ad

ম্যাচ শেষে তাই ধোনিকে কৃতিত্ব দিয়ে শামি বলেছেন, ''এই হ্যাটট্রিকটি অনেক বিশেষ কিছু, বিশ্বকাপে হ্যাট্রিক পাওয়া অনেক বড় ব্যাপার। শেষ বলটি করার আগে আমার এমএস ধোনির উপদেশ মাথায় ছিল। তিনি আমাকে বলেছিলেন, 'বিশ্বকাপ হ্যাটট্রিক দুর্লভ। শুধু একটি ইয়র্কার দাও। এটা তোমার সুযোগ', আমি সেটাই করেছি।''


ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলটিতে মোহাম্মদ নবিকে ফিরিয়ে দেন শামি। তাঁর করা ইয়র্কার বলটি লং অন দিয়ে মারতে গিয়ে হার্দিক পান্ডিয়ার তালুবন্দি হয়েছিলেন নবি। ক্রিজে থাকা একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান আউট হওয়ায় পরাজয় তরান্বিত হয় আফগানদের। 


শামির ভাষ্যমতে, 'আমার বেশ উদ্বিগ্ন লাগছিল যখন নবি ব্যাটিং করছিল, তবে আমরা জানতাম যে যদি তাঁকে আউট করতে পারি তাহলে ম্যাচ আমাদের হবে। সে ছিল একমাত্র সামর্থ্যবান ব্যাটসম্যান যে ম্যাচ জেতাতে পারে। আমরা আমাদের দুর্বলতা দেখাতে চাইনি। আমরা শুধু আক্রমণাত্মক থাকতে চেয়েছি।'



উল্লেখ্য শনিবার বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিককারী নবম বোলার হিসেবে নাম লিখিয়েছেন ডান হাতি পেসার মোহাম্মদ শামি। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এমন কৃতিত্ব গড়েছেন তিনি। এটি বিশ্বকাপ ইতিহাসের দশম হ্যাট্রিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball