ডোনাল্ডকে টপকে গেলেন তাহির

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আজ রবিবার খেলতে নেমে দারুণ একটি রেকর্ড গড়েছেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। প্রতিপক্ষের দুই ওপেনার ফখর জামান এবং ইমাম উল হককে আউট করে দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তিনি।
এখন পর্যন্ত ২০টি বিশ্বকাপের ম্যাচে ৩৯ উইকেট শিকার করেছেন তাহির। ৪০ বছর বয়সী এই স্পিনারের পর দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তী পেসার অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপে ২৫টি ম্যাচে ৩৮ উইকেট পেয়েছেন তিনি।

তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে শন পোলক ও মরনে মরকেল। অবসরে আগে ৩১ বিশ্বকাপের ম্যাচে ৩১ উইকেট শিকার করেন পোলক।
অপরদিকে ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন মরকেল। এছাড়াও ডেল স্টেইন আছেন তালিকার ৫ নম্বরে। ১৪টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৩টি।
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে খেলতে নেমে ৮১ রানের জুটি গড়েছিলেন দুই ওপেনার ফখর এবং ইমাম। তবে হাশিম আমলার হাতে ক্যাচ বানিয়ে ফখরকে আউট করেন ইমরান তাহির।
এরপর ৯৮ রানের মাথায় ইমাম নিজের হাতে ক্যাচ বানিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি। একই সাথে রেকর্ড বুকেও নাম লেখান এই লেগ স্পিনার।