promotional_ad

এক দুই গজেই ভাগ্য নির্ধারণ!

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নিউজিল্যান্ডের দেয়া ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। ম্যাচের শেষ দিকে তিনি সীমানার কাছে ক্যাচ দিলে জয় বঞ্চিত হয় ক্যারিবীয়রা। ব্রাথওয়েট মনে করেন জয় থেকে তাঁরা মাত্র কয়েক গজ দূরে ছিলেন।


জিমি নিশামের করা ৪৯তম ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ট্রেন্ট বোল্টের তালুবন্দি হন ব্র্যাথওয়েট। ফলে ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে এই হার্ড হিটার জানান, তাঁর বিশ্বাস ছিল সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যাট চালিয়েছেন তিনি।



promotional_ad

সীমানার কাছে বিশ্বের সেরা ফিল্ডারদের একজন থাকায় ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে বলেও দাবি তাঁর। সেরা ফিল্ডার হিসেবে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ফিল্ডার বোল্টের দিকে ইঙ্গিত করেছেন ব্র্যাথওয়েট।


‘আমি মনে করেছি ব্যাটে সর্বোচ্চ শক্তিটা দিয়েছি। দুর্ভাগ্যবসত এটা হয়নি। আরও উপরে মেরে খেলতে চেয়েছি, কিন্তু সেখানে বিশ্বের সেরা ফিল্ডারদের একজন দাঁড়িয়েছিল। তাই এটা হয়েছে। এটা কয়েক গজের খেলা ছিল। আর এক বা দুই গজ হলেই আমরা জিতে জেতাম।’


ওয়েস্ট ইন্ডিজ ১৫২ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাটিং করতে নেমেছিলেন ব্র্যাথওয়েট। এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৮২ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে কেমার রোচ ও শেলডন কটরেল কিছুটা সঙ্গ দিয়েছেন। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি তাঁরা।



দশম উইকেটে ওশানে থমাসকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন ব্র্যাথওয়েট। শেষ দুই ওভারে ক্যারিবীয়দের দরকার ছিল মাত্র ৮ রান। দেখেশুনে খেললে অনায়াসে জিততে পারতো ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্র্যাথওয়েট উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিলে জয় পাওয়া হয়নি তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball