promotional_ad

সাবেকরা নিজেদের সৃষ্টিকর্তা মনে করেনঃ সরফরাজ

ছবিঃ গুগোল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাবেক ক্রিকেটারদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান দলকে নিয়ে। সাবেক ক্রিকেটাররা রীতিমত ধুইয়ে দিয়েছেন অধিনায়ক সরফরাজকেও।


বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে পাকিস্তান। আজ রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যাবে তারা। বাঁচা মরার এই ম্যাচের আগে সাবেকদের উদ্দেশ্য করে সরফরাজ বলেছেন, 



promotional_ad

‘তাদের (পাকিস্তানের সাবেক ক্রিকেটার) সমন্ধে কিছু বললে ইস্যু হয়ে যাবে। তাই কিছু বলব না। তারা আমাদের খেলোয়াড় বলেই মনে করে না। এ জন্য কিছু বললেই আঘাত হিসেবে ভেবে নেবে। তারা নিজেদের সৃষ্টিকর্তা ভেবে টিভির সামনে বসে থাকে।'


ভারতের বিপক্ষে পরাজয়ের পর সাবেক পেসার আকিব জাভেদ থেকে শুরু করে শোয়েব আখতারও সরফরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অবশেষে পাকিস্তান অধিনায়ক তাঁর মৌনতা ভেঙ্গেছেন। জানিয়েছেন দলের এহেন পরিস্থিতিতে তারা নিজেরাই সবচেয়ে মনকষ্টে আছেন। 


সরফরাজের ভাষ্যমতে, 'আপনি যেকোনো কিছু বলতে পারেন। দলের চাপ এখানে ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ঘটনা ঘটেছে। আমরা জানি পাকিস্তানি সমর্থকরা আবেগি এবং তাদের রাগ অবশ্যই সমর্থনযোগ্য। আমরা বুঝতে পারছি যে তারা কতটা হতাশ। আমরা তাদের থেকেও বেশি দুঃখিত, আমরা আরও বেশি হতাশ।' 



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচটিতে অবশ্য জয়ের স্বপ্ন দেখছেন পাকিস্তান দলপতি। এই ম্যাচ জিতে সমালোচকদের উচিৎ জবাব দিতে মুখিয়ে আছেন তিনি। সরফরাজ বলেছেন,


'টুর্নামেন্ট এখনও উন্মুক্ত, তাই আমাদের একটি সুযোগ আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ হিসেবে চিন্তা করছি। আশা করি আমরা আগামীকালের (আজকের) ম্যাচটি জিততো পারব।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball