রশিদ-মুজিবদের নিয়ে ভাবছে না বাংলাদেশ

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বিশ্বকাপের পরবর্তী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানদের মূল শক্তি স্পিন আক্রমণ। তবে রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীদের নিয়ে গড়া স্পিন আক্রমণ ভয় দেখাতে পারছে না বাংলাদেশকে।


শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, আফগানদের বেশ কিছু বিশ্বমানের স্পিন বোলার থাকলেও তাতে চিন্তার কিছু নেই। ব্যাট হাতে ছন্দে থাকলে যেকোনো বোলারের বিপক্ষেই মানিয়ে নেয়া সহজ হয়ে যায়।


promotional_ad

'আসলে স্পিন তো বাংলাদেশ সব সময়ই ভালো খেলে। স্পিন নিয়ে খুব বেশি চিন্তা নেই, যদিও ওদের কিছু বিশ্বমানের স্পিনার আছে। আসলে ব্যাটসম্যান যখন ছন্দে থাকে, তখন পেস, স্পিন অ্যাডজাস্ট করা খুব বেশি সমস্যা হয় না বলে আমার মনে হয়।'


ব্যাটিংয়ের পুরো ব্যাপারটি আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে বলে মনে করেন মিঠুন। মানসিকভাবে ছন্দে থাকলে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেয়া সহজ হয়ে যায়, বিশ্বাস বাংলাদেশের মিডল অর্ডার এই ব্যাটসম্যানের।


'ব্যাটিং আসলে পুরোপুরি আত্মবিশ্বাসের ব্যাপার। একজন ব্যাটসম্যান যখন মানসিকভাবে ভালো অবস্থায় থাকে, তখন যেকোনো কিছু অ্যাডজাস্ট করতে পারে।'


অন্য ম্যাচগুলোর মতো আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিটি বিভাগে মনোযোগ দেয়ার জন্য সতীর্থদের পরামর্শ দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।


'আসলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেটি আফগানিস্তান হোক আর অস্ট্রেলিয়া হোক। প্রতিটি ম্যাচেই আমরা নামি জেতার জন্য। মূল লক্ষ্য হলো ম্যাচটি জেতা। এরই সঙ্গে আমাদের ফিল্ডিং, বোলিং,ব্যাটিংয়ে মনোযোগী হতে হবে, যেন আমরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের সেরাটা দিতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball