promotional_ad

সেমিফাইনাল নিয়ে ভাবতে চান না নান্নু

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলের বর্তমান অবস্থা বিবেচনায় বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে ভাবতে চান না জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আপাতত তাঁর ভাবনায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচটি।


শনিবার ইংল্যান্ডে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় পেলে সেমিফাইনালের কথা চিন্তা করা যাবে। বর্তমান পরিস্থিতিতে সেমিফাইনাল নিয়ে চিন্তা করা কঠিন বলে মনে করেন তিনি।



promotional_ad

'এখান থেকে যদি সেমিফাইনাল নিয়ে চিন্তা করি তবে খুব কঠিন। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পরবর্তী ম্যাচটি যদি আমরা পার হয়ে যেতে পারি, তাহলে আমরা সেমিফাইনালের কথা চিন্তা করতে পারবো।'


৬ ম্যাচে ২ জয়সহ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার দল হেরেছে দুটি ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাকি তিন ম্যাচেই জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।


আগামী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের পর ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নান্নু জানিয়েছেন, বাকি তিনটি ম্যাচ নিয়ে চিন্তা না করে পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছেন তাঁরা।



'বিশ্বকাপে সামনে আমাদের যে তিনটি ম্যাচ আছে, খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনটি ম্যাচ নিয়ে চিন্তা করার চেয়ে আমরা পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball