সেমিফাইনাল নিয়ে ভাবতে চান না নান্নু

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের বর্তমান অবস্থা বিবেচনায় বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে ভাবতে চান না জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আপাতত তাঁর ভাবনায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচটি।
শনিবার ইংল্যান্ডে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় পেলে সেমিফাইনালের কথা চিন্তা করা যাবে। বর্তমান পরিস্থিতিতে সেমিফাইনাল নিয়ে চিন্তা করা কঠিন বলে মনে করেন তিনি।

'এখান থেকে যদি সেমিফাইনাল নিয়ে চিন্তা করি তবে খুব কঠিন। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পরবর্তী ম্যাচটি যদি আমরা পার হয়ে যেতে পারি, তাহলে আমরা সেমিফাইনালের কথা চিন্তা করতে পারবো।'
৬ ম্যাচে ২ জয়সহ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার দল হেরেছে দুটি ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাকি তিন ম্যাচেই জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
আগামী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের পর ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নান্নু জানিয়েছেন, বাকি তিনটি ম্যাচ নিয়ে চিন্তা না করে পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছেন তাঁরা।
'বিশ্বকাপে সামনে আমাদের যে তিনটি ম্যাচ আছে, খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনটি ম্যাচ নিয়ে চিন্তা করার চেয়ে আমরা পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করছি।'