আফগানিস্তানের স্পিন আক্রমণে ধুঁকলো ভারত

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের স্পিন আক্রমণে দিশেহারা হয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রানে থেমেছে ভারতের ইনিংস। এই ম্যাচে জয়ের জন্য আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২২৫ রানের


টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধন্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৭ রানেই ওপেনার রোহিত শর্মাকে হারায় ভারত।


ডানহাতি এই ব্যাটসম্যান মাত্র এক রান করে আফগান স্পিনার মুজিব-উর রহমানের বলে বোল্ড হন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ৫৭ রান যোগ করেন আরেক ওপেনার লোকেশ রাহুল।


৩০ রান করা রাহুল মোহাম্মদ নবির বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দেন হজরতউল্লাহ জাজাইয়ের হাতে। রাহুল ফিরে গেলেও কোহলিকে ভালো সঙ্গ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান বিজয় শঙ্কর। তিনি কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৫৮ রান।


promotional_ad

২৯ রান করা বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন আফগানিস্তানের আরেক স্পিনার রহমত শাহ। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিলেও রক্ষা পাননি বিজয়। ভারতের অধিনায়ক কোহলির ব্যাট থেকে এসেছে ৬৩ বলে ৬৭ রান। 


তিনি মোহাম্মদ নবির দ্বিতীয় শিকার হয়েছেন রহমত শাহর হাতে ক্যাচ দিয়ে। ২৮ রান করে আউট হয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। রশিদ খানের ঘূর্ণি বুঝতে না পেরে তিনি স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরেছেন।


শেষ দিকে ভারতের রান বাড়ানোর দায়িত্ব ছিল কেদার যাদব ও হার্দিক পান্ডিয়ার কাঁধে। তবে সেই দায়িত্ব পালন করতে পারেননি হার্দিক। তিনি আফগান পেসার আফতাব আলমের স্লোয়ার বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে ইকরাম খাইলের হাতে।


এক রান করা মোহাম্মদ শামি আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের করা ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন। এর এক বল পর কেদার যাদব ৫২ রান করে ফিরলে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে পারেনি ভারত। শেষ পর্যন্ত কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ এক রান করে অপরাজিত থাকেন।
 


সংক্ষিপ্ত স্কোরঃ


ভারতঃ ২২৪/৮ (৫০ ওভার)


(কোহলি ৬৭, যাদব ৫২, রাহুল ৩০; নবি ২/৩৩, নাইব ২/৫১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball