আরও চমক নিয়ে আসছে শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডকে হারানোর পর আরও চমক নিয়ে আসছে শ্রীলঙ্কা। দলটির বোলিং কোচ রুমেশ রত্নায়েকে জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে তাঁর দল সামর্থ্যের কিছুটা ঝলক দেখিয়েছে। সামনের ম্যাচগুলোতে সামর্থ্যের পুরোটা দিতে পারলে আরও ভালো পারফর্মেন্স উপহার দিতে পারবে শ্রীলঙ্কা।
বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলা ইংল্যান্ড চারটি ম্যাচেই ৩০০ ছাড়ানো সংগ্রহ দাঁড় করিয়েছে। কিন্তু ২১ জুন শ্রীলঙ্কার দেয়া ২৩৩ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি স্বাগতিক দলটি। বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে শক্তিশালী ইংল্যান্ডকে ২১২ রানে থামিয়ে দিয়ে চমক দেখায় শ্রীলঙ্কা। সামনের ম্যাচগুলোতেও লঙ্কানরা এমন পারফর্মেন্স অব্যাহত রাখবে, আশাবাদী রত্নায়েকে।

'আমরা প্রতিটি ম্যাচেই জয়ের জন্য খেলি। আমরা সেরাটা খেলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আমরা আমাদের সামর্থ্যের কিছুটা ঝলক দেখিয়েছি এবং যেদিন আমরা সামর্থ্যের পুরোটা দিতে পারবো, সে সময় আমরা আরও ভালো করবো। সামনের প্রতিটি খেলায় আমরা এটা করতে পারবো বলে আশা করছি।'
ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা। তাদের ইনিংস থেমেছে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রানে। ৬২ রানেই টপ অর্ডারে তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়েছিল তাঁরা।
এই ব্যাটিং বিপর্যয়ের জন্য কোনো অযুহাত দিচ্ছেন না লঙ্কান পেস বোলিং কোচ। নিজেদের ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য এখন তাদের। নিজেদের সামর্থ্য নিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সচেতন আছে, জানিয়েছেন রত্নায়েকে।
'আমাদের আরও সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, আমরা এই বিষয়টি নিয়ে সচেতন। আমাদের সামর্থ্য আছে এবং ব্যাটসম্যানরা সচেতন আছে। কেউ বাজেভাবে আউট হতে চায় না। এটা আমাদের মাথায় আছে। আশা করছি প্রতিটি ম্যাচে এটা কাজে লাগবে।'