উইকেটের যে সুবিধা কাজে লাগিয়ে সফল শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
লিডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের পছন্দের উইকেট পেয়েই জ্বলে উঠেছিল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে একথা জানিয়েছেন লঙ্কান অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা।
আগে ব্যাটিং করে ২৩২ রানের পুঁজি পেলেও, স্লো এবং লো উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ইংল্যান্ডকে ২১২ রানে অল আউট করে দেয় লঙ্কানরা। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিমুথ করুনারত্নের দল। আগামী ম্যাওগুলোতেও উইকেটের সুবাধা পাওয়া যাবে বলে আশাবাদী লঙ্কান স্পিনার ধনঞ্জয়া।
'ইংল্যান্ডে আমাদের খেলা সবচেয়ে স্লো পিচ এটা। আমরা এই ধরণের পিচ পছন্দ করি এবং এই ধরণের পিচে আমরা বিশ্বের যেকোনো দলকেই হারাতে পারি। এই ধরণের আবহাওয়ায় আমরা এগিয়ে যেতে পারবো বলে আশা রাখছি।'

লিডসের উইকেটে পেস বোলারদের বিপক্ষে ব্যাট করা কষ্টকর বলেই মনে করেন ধনঞ্জয়া। কারণ এই স্লো পিচে বল ব্যাটে আসছিলো না ঠিক মতো। এই সুবিধা কাজে লাগিয়েই শ্রীলঙ্কা সফল হয়েছে বলে মত লঙ্কান স্পিনারের।
'পেস বোলারদের বিপক্ষে ব্যাট করা সত্যিই বেশ কষ্টকর। কারণ ব্যাটে বল আসছে না। আমরা ভালো জায়গায় বল করেছি এবং ভালো লাইনে। পেস বোলাররা ভ্যারিয়েশন খুব ভালো ভাবে কাজে লাগিয়েছে।'
শ্রীলঙ্কার দেয়া মাঝারি লক্ষ্যের জবাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছিলেন ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস। তিনি শেষ পর্যন্ত ৮২ রানে অপরাজিত থাকলেও বিপরীত দিক থেকে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।
ফলে ২১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। স্টোকসের ঝড়ো ব্যাটিংয়ের এক পর্যায়ে ম্যাচটি নিয়ে শঙ্কা জেগেছিল লঙ্কানদের মনে। তবে শেষ উইকেট তুলে নিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
'আমরা কিছুটা ভীত ছিলাম শেষের দিকে। যখন বেন স্টোকস কয়েকটি ছক্কা মেরেছিল। তখন আমাদের কাছে ম্যাচটি মনে হচ্ছিলো ফিফটি/ফিফটি কিন্তু আমরা শেষ উইকেটটা নিতে পেরেছিলাম।'