বাংলাদেশ-পাকিস্তানের সুযোগ বাড়িয়ে দিল শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার জয় ওলটপালট করে দিয়েছে অনেক সমীকরণ। বিশ্বকাপের শেষ চারে এখন জায়গা করে নিতে পারে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানের মতো পিছিয়ে থাকা দলগুলো, এমনটা মনে করছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা।
লিডসে শ্রীলংকার কাছে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় মরগানবাহিনী।

আগামী তিন ম্যাচে ইয়ন মরগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই তিনটি দলের সাথে কখনোই জিতেনি বর্তমানে ছয় ম্যাচের চারটিতে জেতা ইংল্যান্ড। এ কারণেই সেমিফাইনালের রাস্তায় এগিয়ে থাকবে পিছিয়ে থাকা দলগুলো।
শুক্রবারের ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, 'ইংল্যান্ডের বিস্ময়কর পরাজয়। এমন পরাজয়ের পরে পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দলগুলো আশার আলো দেখছে। এখন তাদের সামনে সুযোগ এসেছে চার নাম্বার স্থান (সেমিফাইনাল) নিশ্চিত করার।
ইংল্যান্ড যদি আগামী কয়েক ম্যাচ এভাবে খেলে তাহলে পিছিয়ে থাকা দলগুলোর সামনে এটা সুযোগ। ইংল্যান্ডের জন্য সামনের কয়েকটি ম্যাচ অনেক কঠিন। এই ম্যাচগুলোতে ভালো না খেলতে পারলে ইংল্যান্ডের জন্য বিপদ।'
ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয়তে ইংল্যান্ড। সমান ম্যাচে দুটি করে জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ এবং ছয়ে যথাক্রমে শ্রীলংকা এবং বাংলাদেশ।
একটি করে জয় নিয়ে নেট রান রেট ব্যবধানে পয়েন্ট তালিকায় সপ্তম, অষ্টম এবং নবম স্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। যাদের নেট রান রেট যথাক্রমে ০.২৭২, -০.১৯৩ এবং -১.৯৩৩।