বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। আর একটি ম্যাচ হারলেই পয়েন্ট টেবিলের সপ্তমে থাকা ক্যারিবীয়দের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
এমন অবস্থায় শনিবার টুর্নামেন্টের হট ফেভারিট নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে জেসন হোল্ডারের দল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে নিঃসন্দেহে শক্তিমত্তা এবং আত্মবিশ্বাসের দিক থেকে বেশ এগিয়ে থাকছে কিউইরা।
এখন পর্যন্ত পরাজয়ের মুখ দেখেনি কেন উইলিয়ামসনের দল। বৃষ্টিতে একটি ম্যাচ ভেস্তে যাওয়ায় ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। সর্বশেষ ম্যাচে বার্মিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে কিউইরা। ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দারুণ এক জয় এনে দেন অধিনায়ক উইলিয়ামসন।
উইন্ডিজের বিপক্ষেও একইভাবে দলকে পথ দেখাতে চাইবেন উইলিয়ামসন। পাশাপাশি দারুণ ফর্মে থাকা লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোমরাও উইন্ডিজকে বিপদে ফেলতে পারে। তবে ক্যারিবীয়রা এই ম্যাচে আন্ডারডগের তকমা নিয়ে খেলতে নামলেও তাদেরকে হালকাভাবে নেয়ার সুযোগ পাচ্ছে না নিউজিল্যান্ড। কারণ দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে জয় ছিনিয়ে আনতে।

শনিবার একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ওল্ড ট্রাফোর্ডের উইকেট বিবেচনায় একাদশে আসতে পারেন অফ স্পিনার অ্যাশলে নার্স।
তেমন হলে বাদ পড়তে হবে একজন পেসারকে। এই ম্যাচের আগে উইন্ডিজ শিবিরে জন্য সুখবর, ম্যাচ খেলার জন্য আগের চেয়ে ফিট হয়ে উঠেছেন আন্দ্রে রাসেল। হাঁটুর চোটে গত কিছুদিন থেকে ভুগছেন উইন্ডিজ এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে খেললেও তাকে ফিট মনে হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও উইনিং কম্বিনেশন ঠিক রেখে মাঠে নামতে পারে নিউজিল্যান্ড। তবে আগের ম্যাচে ৯ রান করা কলিন মুনরোর বদলে একাদশে হেনরি নিকোলসকে দেখার সম্ভাবনাও আছে কিছুটা।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো/ হেনরি নিকোলস, রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য)
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স/ শ্যানন গ্যাব্রিয়েল/কেমার রোচ, শেল্ডন কর্টরেল ও ওশানে থমাস।