তামিমের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে স্টার্কের?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ফিরিয়ে ভিন্নরকম উৎযাপন করেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার মনে করেন, তামিমের সঙ্গে পুরনো দ্বন্দ্ব থেকেই এমন উদযাপন করেছেন স্টার্ক।
অজি তারকা মিচেল স্টার্কের দ্রুতগতির বল টাইগার ওপেনারের ব্যাট ছুঁয়ে গিয়ে স্টাম্প ভেঙে দিলে শেষ হয় তামিমের ৭৪ বলে ৬২ রানের ইনিংসটি। তামিমকে ফিরিয়ে স্টার্ক মুখে হাত দিয়ে লাজুক ভঙ্গিতে তামিমের দিকে এগিয়ে গিয়েছিলেন।

স্টার্কের এই উৎযাপন প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেছেন, 'আমি জানি স্টার্কি (মিচেল স্টার্ক) দুরন্ত প্রতিদ্বন্দ্বী। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব রয়েছে, এমনকি তার (তামিম) সাথেও।'
ওয়ার্নার মনে করেন তামিমের সঙ্গে স্টার্কের দ্বন্দ্ব তৈরি হয়েছিল বছর দুয়েক আগে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজে। তবে এই বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানিয়েছেন।
'আমি নিশ্চিত নই। আমি জানি তাদের মধ্যে কিছু লড়াই আছে এবং এখানেও। কিন্তু আমি নিশ্চিত নই। টেস্টে সম্ভবত তাদের মধ্যে কিছু হয়েছিল। বছর দুয়েক আগে, কিন্তু এই বিষয়ে নিশ্চিত নই।'
বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। এরপর তামিম, ৬২ রান ও মুশফিকুর রহীমের অপরাজিত ১০২ রানে ৩৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৪৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।