স্কোর বোর্ডের দিকেই তাকাননি তামিম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্যটা যখন ৩৮২ তখন মারমুখী ব্যাটিং করা ছাড়া উপায় নেই প্রতিপক্ষ ব্যাটসম্যানের। ওপেনার তামিম ইকবাল নিজেও সেটি জানতেন। আর তাই যত দ্রুত সম্ভব রান করার প্রতি গুরুত্ব দিতে চেয়েছিলেন তিনি। স্কোরবোর্ডের দিকে না তাকিয়ে নিজের কাজটি করে যাওয়া লক্ষ্য ছিল তাঁর।
ম্যাচ শেষে তামিম জানিয়েছেন শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং না করে ৩০ ওভারে অন্তত ১৮০-২০০ রান করার মানসিকতা নিয়ে খেলেছেন তারা। সে কারণে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া বিশাল এই লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েনি দলের ব্যাটিং লাইন আপ।

তামিম বলেছেন, 'সত্যি কথা এত বড় রান তাড়া করার অভিজ্ঞতা তো আমাদের খুব বেশি নাই। আমি যে পরিকল্পনা করছিলাম, আমি আসলে স্কোর বোর্ডের দিকেই তাকাচ্ছিলাম না। আমি আসলে চিন্তা করছিলাম ৩০ ওভারের মাথায় যদি আমরা ১৮০-২০০ করতে পারি তাহলে শেষ ২০ অভারে একটা সুযোগ নিতে পারব। কারন আপনি যদি আগেই আগ্রাসী খেলতে গিয়ে খেলাটা নষ্ট করে ফেলেন তাহলে আজ ৩৩০-৩৪০ হত না।'
শেষ ২০ ওভারে টি টুয়েন্টি ক্রিকেটের মতো ব্যাটিং করার ইচ্ছা ছিল তামিমের। কিন্তু এই পরিকল্পনা কাজে লাগাতে পারেননি তিনি সঠিকভাবে। ভুল সময়ে আউট হয়ে যাওয়ার আক্ষেপে পুড়ছেন এই ওপেনার। মিচেল স্টার্কের করা ২৫তম ওভারের প্রথম বলটিতে বোল্ড হয়ে ফিরেছেন ৬২ রান করা তামিম।
তাঁর ভাষ্যমতে, 'আমার মাথায় ওটাই ছিল যে ৩০ ওভারের মাথায় যদি আমরা ১৮০-২০০ রানের মধ্যে থাকি তাহলে শেষ ২০ ওভারে যদি ১৬০-১৭০ তাড়া করতে হয়, যেটা সাধারণত টি২০ খেলার মতো হয়ে যায়। তো ওটাই চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা কাজে লাগাতে পারিনি। আমি ভুল সময় আউট হয়ে গেলাম। সাকিব আর আমার একটা সুন্দর জুটি হচ্ছিল। সে একটা ভুল সময়ে আউট হয়ে গেল। আমরা ভাল খেলেছি। আরও ভাল হতে পারত যদি ভুল সময়ে উইকেট না হারাতাম।'