শেষ তিন ম্যাচকে পাখির চোখ করছেন মাশরাফি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে পরাজিত হওয়ার পরও হতাশ হতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর বিশ্বাস হাতে থাকা বাকি তিন ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারলে যেকোনো কিছুই সম্ভব হবে।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে রয়েছে বাংলাদেশ। পরের তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত এবং পাকিস্তান। সেমিফাইনালে পা রাখার স্বপ্ন জিইয়ে রাখতে সেই ম্যাচগুলোতে শুধু জয় পেলেই চলবে না বরং চেয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও।

তবে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, 'আমি এখনও মনে করি... কে জানে কত কী হতে পারে! এখনও আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর দেখব। কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, এরপর দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ হলো বাকি তিনটি ম্যাচ একটি একটি করে এগোনো এবং জেতা।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছু সুযোগ হাতছাড়া করেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। মাশরাফির বলেই ১০ রানে ব্যাট করার সময় পয়েন্টে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়েছিলেন ১৬৬ রানের ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার। ক্যাচটি লুফে নিতে পারলে অজিদের ৩০০ রানের মধ্যেই হয়তো আটকে ফেলা সম্ভব হতো বিশ্বাস মাশরাফির।
বাংলাদেশ দলপতি বলেছেন, 'কিছু সুযোগ আমরা সৃষ্টি করতে পেরেছিলাম। এই ধরনের ম্যাচে ওসব সুযোগ নিতেই হবে। বরং হাফচান্সগুলোও ফুল করে নিতে হয়। ওই সুযোগ নিতে পারলে হয়তো অন্যরকম কিছু হতে পারত। ডেভিড ওয়ার্নার পরে দেড়শর বেশি রান করেছে আরও।'