গিলক্রিস্টকে ছুঁয়ে গর্বিত ওয়ার্নার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ১৪৭ বলে ১৬৬ রানের ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর দুর্দান্ত পারফর্মেন্সের দিনে অস্ট্রেলিয়া জিতেছে ৪৮ রানের ব্যবধানে। ব্যাট হাতে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ওয়ার্নারও।
আন্তর্জাতিক ওয়ানডে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে আছেন ওয়ার্নার। অজিদের হয়ে তিনি এখন পর্যন্ত ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে তিনি সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টের পাশে বসেছেন বাঁহাতি ব্যাটসম্যান ওয়ার্নার। অজিদের হয়ে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে গিলক্রিস্টকে ছুঁয়ে দারুণ গর্বিত ওয়ার্নার।
'এটা দারুণ একটি অর্জন (অ্যাডাম গ্রিলক্রিস্টের সমান ১৬ সেঞ্চুরি)। আমাদের জন্য এই দুই পয়েন্ট নিয়ে লর্ডসে পরবর্তী খেলায় যাওয়া গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে করে সবসময় আমাদের উইকেট হাতে রাখা উচিৎ ওডিআইতে। এভাবেই খেলা উচিৎ,' বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে একথা বলেছেন তিনিই।
২৯টি সেঞ্চুরি হয়ে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক উইকেটের মালিক সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আর ১৮ সেঞ্চুরি নিয়ে এই তালিকার দুই নম্বরে মার্ক ওয়াহ। আর তিন নম্বরে আছেন ওয়ার্নার ও গিলক্রিস্ট।
ম্যাচ শেষে দলের বোলারদেরও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। ওয়ার্নার জানিয়েছেন মাঝের ওভারগুলোকেই লক্ষ্য করেছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। বাংলাদেশের রানের চাকা আটকে রাখার যে পরিকল্পনা তাঁরা হাতে নিয়েছিলেন তা অনেকটাই পূরণ হয়েছে বলে জানালেন তিনি।
'নতুন বলে আপনাকে সমীহ করতে হবে। যদি আপনি ভালো করতে পারেন তবে, এই মোমেন্টামটা এগিয়ে নিতে পারবেন। বোলাররা দারুণ বল করেছে। তাঁরা চাপে রেখেছিল। মাঝের ওভারগুলোর পরের ৬-৮ ওভারকে তাঁরা লক্ষ্য করেছিল। আপনাকে এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং মোমেন্টামটা ধরে রাখতে হবে। ভালো করতে পারলেই কেবল এটার মূল্যায়ন হবে।'