ছিটকে গেলেন সাইফউদ্দিন-মোসাদ্দেক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে খেলছেন না দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। গত ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন সাইফউদ্দিন।
সেই পুরনো ব্যাথা আবারও বেড়ে যাওয়ায় আজ সাইড বেঞ্চে বসতে হচ্ছে তাঁকে। সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে এসেছেন পেসার রুবেল হোসেন। ফলে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অপরদিকে ডান কাঁধের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় সৈকতের বদলী হিসেবে নেয়া হয়েছে সাব্বির রহমানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ম্যাচে কাঁধে চোট পান সৈকত।
অস্ট্রেলিয়াও আজ খেলতে নামছে একাধিক পরিবর্তন নিয়ে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এ ছাড়াও স্পিনার অ্যাডাম জাম্পা এবং পেসার নাথান কল্টার নাইলের ফিরেছেন একাদশে। খেলছেন না শন মার্শ, জ্যাসন বেহরেনডর্ফ এবং কেন রিচার্ডসন।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বল হাতে দারুণ ফর্মে আছেন ২২ বছর বয়সী সাইফউদ্দিন। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করা এই অলরাউন্ডার সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার অষ্টমে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭২ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। কিন্তু চোটের কারণে ছিটকে যেতে হলো তাকে।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।