অনিশ্চিত সাইফউদ্দিন ও মোসাদ্দেক

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরি সমস্যায় পড়েছে বাংলাদেশ শিবির। পিঠের ইনজুরির কারণে আজকের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
গত ২৮শে মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পিঠের ইনজুরিতে পড়েছিলেন সাইফউদ্দিন। সেই পুরনো ব্যাথা আবারও বেড়ে যাওয়ায় অজিদের বিপক্ষে আজ নাও খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে তাঁর পরিবর্তে দলে আসতে পারেন পেসার রুবেল হোসেন।

সাইফউদ্দিন ছাড়াও ইনজুরি সমস্যায় ভুগছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ডান কাঁধের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠা এই অলরাউন্ডারকেও সাইড বেঞ্চে বসতে হতে পারে আজ। তাঁর বদলী হিসেবে অন্তর্ভুক্তি ঘটতে পারে সাব্বির রহমানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন মোসাদ্দেক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা সাইফউদ্দিন এবং মোসাদ্দেকের খেলা প্রসঙ্গে জানিয়েছেন ম্যাচ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি বলেন, 'আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁদের জন্য অপেক্ষা করবো এবং এরপর তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নিবো।'
উল্লেখ্য এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বল হাতে দারুণ ফর্মে আছেন ২২ বছর বয়সী সাইফউদ্দিন। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করা এই অলরাউন্ডার সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার অষ্টমে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭২ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।