promotional_ad

যেমন দাঁড়িয়েছে বিশ্বকাপের পয়েন্ট টেবিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৫ ম্যাচে এখন পর্যন্ত ২টি জয় পাওয়া মাশরাফিদের রান রেট -০.২৭ এবং তাদের পয়েন্ট ৫।


৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের আগে অবস্থান করছে স্বাগতিক ইংল্যান্ড। ৪ ম্যাচে ৩ জয় পাওয়া ইংলিশদের রান রেট ১.৫৫৭। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে শীর্ষস্থানে। ৫ ম্যাচে ৪টি জয় পেয়েছে অ্যারন ফিঞ্চের দল। যেখানে তাদের রান রেট ০.৮১২ এবং পয়েন্ট ৮। 



promotional_ad

এরপর যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড ও ভারত। কেন উইলিয়ামসনের দল ৪ ম্যাচে ৩টি জয় পেয়েছে। ২.১৬৩ রান রেট অর্জন করা কিউইদের পয়েন্ট ৭। বিরাট কোহলির ভারতের জয় সংখ্যা এবং পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে আছে তারা। তাদের রান রেট ১.০২৯।  


এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং আফগানিস্তান। ৫ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠতে অবস্থান দিমুথ করুনারত্নের শ্রীলঙ্কার। -১.৭৭৮ রান রেট পাওয়া লঙ্কানদের অর্জন ৪টি পয়েন্ট। 


বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পর সপ্তম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচে ১ জয়সহ ৩ পয়েন্ট পেয়েছে তারা। ক্যারিবিয়ানদের রান রেট ০.২৭২। সমান সংখ্যক ম্যাচে সমান জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা পিছিয়ে আছে রান রেটের দিক থেকে। -০.২০৮ রান রেট নিয়ে প্রোটিয়ারা আছে অষ্টম স্থানে।



সবচেয়ে নাজুক অবস্থানে আছে পাকিস্তান এবং আফগানিস্তান। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে এই দল দুটি। ৫ ম্যাচে ১ জয়সহ ৩ পয়েন্ট অর্জন করা পাকিস্তানের রান রেট -১.৯৩৩। ১০ দলের মধ্যে নয় নম্বরে আছে তারা। এখনও জয়হীন থাকা আফগানিস্তান -১.৬৩৮ রান রেট নিয়ে আছে সবার শেষে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball