promotional_ad

শেষ নিয়ে ভাবতে চান না তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টুর্নামেন্টের শেষে কী হবে, সেটা নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ দল। আগেই শেষ নিয়ে ভাবাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন না দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। 


বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাওয়ার জন্য কঠিন পথ অতিক্রম করতে হবে বাংলাদেশ দলকে। হাতে থাকা ৫ ম্যাচের মধ্যে অন্তত জিততে হবে ৪টা ম্যাচ। এই পথে মোকাবেলা করতে হবে অস্ট্রেলিয়া-ভারতের মত দলের বিপক্ষে। 



promotional_ad

তাই টুর্নামেন্টের এই পর্যায়ে এসে ভবিষ্যত সমীকরণ নিয়ে বেশি ভাবছে না দল। শ্রীলংকার বিপক্ষে ইতিবাচক ফলাফলের আশা করলেও বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে বৃষ্টি। 


ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ছিল জানিয়ে তামিম বলেন, ‘কয়টা জিততে হবে আর কয়টা জিতলে আমরা সেমিফাইনালে উঠবো সত্যি কথা এভাবে আমরা কেউ ভাবছি না। আমাদের শেষ ম্যাচ (শ্রীলঙ্কা) হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। খেলাটা হলে আমরা যদি জিততে পারতাম, তাহলে অবশ্যই আমাদের জন্য ভাল হতো। কিন্তু ৫ তারিখের আগে কী হবে না হবে, সত্যি বলতে এভাবে আমরা কেউ ভাবছি না।’


‘আমাদের আরো ৫টা খেলা বাকি আছে। বলতে পারেন প্রতি ম্যাচ নিয়েই ভাবছি। কারণ ব্যাক অব দ্য মাইন্ডে আমরা জানি এই ৫টার মধ্যে অধিকাংশই জিততে হবে যদি আমরা শেষ চারে যেতে চাই। আগেই যদি ফিনিশ লাইনটা দেখে নিই, তাহলে আমার মনে হয় না এটা ভাল কোনো আইডিয়া।’



বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে এক পয়েন্ট পেলেও টানা দুই হার দলের আত্মবিশ্বাসে কিছুটা হলেও প্রভাব ফেলেছে। তবে উইন্ডিজদের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে মাশরাফি বিন মুর্তজার দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball