promotional_ad

এখনও সময় হয়নি মাশরাফির ব্যাপারে মন্তব্য করারঃ বুলবুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আয়ারল্যান্ডের মাটিতে প্রথম ত্রিদেশীয় সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মর্তজার অধীনে বড় বড় দুটি সাফল্য আসলেও বিশ্বকাপেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে এই কাপ্তানকে।


বিশ্বকাপের তিন ম্যাচেই হালকা চোট থাকার কারণে নিজের দশ ওভারের কোটা পূরণ করেণ নি মাশরাফি। বল হাতেও রান দিয়েছেন অনেক, উইকেটও নিতে পারেন নি বেশী। নিজের সেরা দেয়ার চেষ্টা করলেও বাংলাদেশ দলের টানা দুই ম্যাচে হার এবং বিশ্বকাপে দলের হতাশা জনক পারফর্মেন্সের কারণে নানান প্রশ্ন উঠে আসছে এই অধিনায়ককে ঘিরে। 



promotional_ad

সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল অবশ্য মনে করছেন, এখনি মাশরাফিকে নিয়ে কারও মন্তব্য করার সময় আসে নি। অধিনায়ক হিসেবে নিজের চেষ্টাতেই দলকে এতোদূর নিয়ে এসেছেন তিনি। এভাবে নিজের মন্তব্য ছুঁড়ে দিয়ে কাওকে বিরক্ত করাও ঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 


'মাশরাফির মতো যে নাকি একজন শুধু ফাস্ট বোলার না, দলটিকে তিনি যেভাবে পরিচালনা করে আসছেন শুধু মাত্র একটি বা দুটি ম্যাচ দিয়ে আমরা এতবড় কথা আমরা মুখ দিয়ে বের করে ফেলি যেটি একেবারে ভুল। আমার কাছে মনে হয় কাউকেই বিরক্ত করা উচিৎ নয়। একেবারে শেষ ম্যাচ পর্যন্ত, সব খেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের মন্তব্যগুলো যেন করা শুরু করি। 


'এই মুহূর্তে তাঁদেরকে আমরা শান্তিমতো, সুস্থভাবে খেলার জন্য যে আত্মবিশ্বাসটি দরকার সেটা দিতে থাকি এবং টুর্নামেন্ট শেষে আমরা পর্যালোচনা করবো যে কে কে ভালো খেললো বা খারাপ খেললো। আর ক্রিকেট খেলা তো বিশ্বকাপের পরে শেষ হয়ে যাবে না আমাদের। আমরা আরও সুন্দর করে প্ল্যান করে এগোতে পারবো। আর আমার বিশ্বাস এই দলটি বহুদূর যাবে।'



এখন পর্যন্ত বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে দলীয় পারফর্মেন্সের সুবাদেই জয় তুলে নিয়েছিল টাইগাররা। 


এরপর টানা দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে হারার পাশাপাশি শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এখন ব্যাকফুটে রয়েছে মাশরাফি-সাকিবরা।  সোমবার ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball