promotional_ad

মুশফিকের চোট, দুশ্চিন্তায় বাংলাদেশ

ছবিঃ বিসিবি , রতন গোমেজ
promotional_ad

।। ডেস্ক রিপোর্ট ।।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ম্যাচের দুই দিন আগে শনিবার নেটে অনুশীলন করার সময় চোট পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।


তাঁর ইনজুরি কতটা গুরুতর সেই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই ব্যাপারে সংবাদ সম্মেলনে জানিয়ে দেয়া হবে বলে জানা গিয়েছে।



promotional_ad

নেটে অনুশীলনের সময় বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বলে ডানহাতের কব্জিতে চোট পান মুশফিক। এরপর ফিজিওর অধীনে তাঁকে সাময়িক চিকিৎসা দেয়া হয় এবং সঙ্গে সঙ্গে মাঠ চাড়েন তিনি।


উইন্ডিজদের বিপক্ষে ম্যাচের আগে মুশফিকের এমন চোট বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হতে পারে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম সেরা অস্ত্র মুশফিক। এখন পর্যন্ত খেলা ৩টি ম্যাচেই ব্যাট হাতে রান করেছেন তিনি। বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে মুশফিককে ছাড়াই যদি খেলতে হয়, সেটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে।  


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়া ইংলিশদের বিপক্ষে করেছেন ৪৪ রান।



১৭ই জুন ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে টনটনে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball