promotional_ad

ধোনি-ম্যাক্সওয়েলদের উপরে মুশফিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেষ ৫ বছরে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের পারফর্মেন্সের বিচারে মহেন্দ্র সিং ধোনি-ডেভিড মিলারদের থেকে এগিয়ে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই রেকর্ডে চার নম্বর পজিশনে আছেন এই ডানহাতি। 


বিগত ৫ বছরে মোট ৭৮টি ইনিংস খেলেছেন মুশফিক। যেখানে ৪৬.৬২ গড়ে তিনি রান করেছেন ২৮৯১। ৪টি শতক এবং ২০ অর্ধশতক হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন ২০ বার।



promotional_ad

এই রেকর্ডে সবার উপরে আছেন নিউজিলান্ডের মিডেল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর। মোট ৫০ ইনিংসে ৩৮২৮ রান করেছেন ৬৩.৮০ গড়ে। যেখানে সব থেকে বেশি ১০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই কিউই।  


দ্বিতীয়তে থাকা ইয়ন মরগান সব থেকে বেশী ৯৮ ইনিংস খেলে ৩৫২৭ রান নিয়ে আছেন দ্বিতীয়তে এবং তাঁরই সতীর্থ জস বাটলার ৮৪ ইনিংসে ২৯৬৩ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে। 


শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭০ ইনিংসে করেছেন ২৬১৩ রান। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৬১৩ রান করেছেন মোট ৭৭ ইনিংসে। 



প্রোটিয়া মিডেল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার আছেন ৭ নম্বরে। ৭০ ইনিংসে ২১৪৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আরেক ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস আছেন ৮ নম্বরে, ৫৮ ইনিংসে ২১০১ রান করেছেন এই অলরাউন্ডার।


অস্ট্রেলিয়ার জার্সিতে ৬৭ ইনিংস খেললেও স্টোকসের পরে অবস্থান করছেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২০৩৬ রান করেছেন এই অলরাউন্ডার। এই তালিকায় সবার তলানিতে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৬৩ ইনিংসে ১৯৩২ রান করতে সক্ষম হয়েছেন তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball