promotional_ad

স্পার্টানের বিপক্ষে টেন্ডুলকারের মামলা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পার্টানের বিপক্ষে মামলা করেছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তাঁর অভিযোগ, অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানটিকে তাঁর নাম ও ছবি ব্যবহার করতে বারণ করা সত্ত্বেও সংস্থাটি তা শুনেনি। যে কারণে তাদের বিপক্ষে মামলা করতে বাধ্য হয়েছেন সাবেক ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যান।


স্পার্টান তাদের ব্যবসায়িক সার্থে শচীনের নাম ও তাঁর ছবি ব্যবহার করে আসছিল। চুক্তি মতে, সেই জন্য তাঁকে অর্থ দেয়ার কথা থাকলেও এক বছরের পাওনা অর্থ পরিশোধ করছিল না স্পার্টান। রয়্যালটির অর্থ না পাওয়ায় শেষ পর্যন্ত চলতি মাসেই এই মামলা দায়ের করেন টেন্ডুলকার।


সংবাদ সংস্থা রয়টার্স দায়েরকৃত মামলার কাগজপত্র দেখেছে। তাদের সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে ৩ বছর আগে সিডনির প্রতিষ্ঠানটি টেন্ডুলকারের সঙ্গে চুক্তি করেছিল।



promotional_ad

সেখানে স্পষ্ট লিখাও ছিল ব্যবসায়িক স্বার্থে তারা টেন্ডুলকারের নাম, ছবি ও লোগো ব্যবহার করতে পারবে। যার বিনিময়ে রয়্যালটি বাবদ বছরে ১ মিলিয়ন ডলার করে পাবেন টেন্ডুলকার। চুক্তির সময় যার নাম দেয়া হয়েছিল ‘শচীন বাই স্পার্টান’।


সেই সুবাদে প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারণায় নানা জায়গায় গিয়েছিলেন টেন্ডুলকার—মুম্বাই থেকে লন্ডন পর্যন্ত। কিন্তু গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত টেন্ডুলকারকে রয়্যালটির একটা পয়সাও দেয়নি স্পার্টান। 


আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কাছে রয়্যালটির অর্থ চেয়েছিলেন সাবেক এই ভারতীয় কিংবদন্তী। কিন্তু তাঁর কথায় কোন সাড়া দেয় নি স্পার্টান। ফলে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি এবং সাফ জানিয়ে দেন তাঁর নাম, ছবি কিংবা লোগো ব্যবহার না করার জন্য।


কিন্তু তারা তারপরও তাঁর নাম, ছবি কিংবা লোগো ব্যবহার করে আসছিল। যে কারণে শেষ পর্যন্ত মামলা দায়ের করতে বাধ্য হন টেন্ডুলকার। তবে স্পার্টানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি এখনও। 



টেন্ডুলকারের উকিল জানিয়েছেন, দুই মিলিয়ন অর্থ এখনও পরিশোধ করতে পারেনি তারা। তাই এই অর্থ আদায় করতে এবং নিজের তাঁর নাম, ছবি কিংবা লোগো ব্যবহার বন্ধ করতেই এই মামলা দায়ের করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball