promotional_ad

বিশ্বকাপ বলেই ফিরতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডাসেনের মতে, বিশ্বকাপের কথা চিন্তা করেই দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। তাঁর এমন প্রস্তাবে মোটেও অবাক হন নি এই প্রোটিয়া ব্যাটসম্যান। 


বিশ্বকাপ চলাকালীন সময় অবসর ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ফিরতে চেয়েছিলেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। যদিও তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দলটি। চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয় নি দক্ষিণ আফ্রিকা দলের।



promotional_ad

শুরুর দিকে টানা তিন ম্যাচে হারের পর উইন্ডিজদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়েছে তাঁদের। ১ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে থাকা দলটির সেমিফাইনাল খেলাও অনিশ্চিত।


দলের এমন বাজে অবস্থায় সপ্তাহখানেক আগে এবি ডি ভিলিয়ার্স চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দলে ফিরে আসতে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাঁর এই প্রস্তাব ফিরিয়ে দেন সঙ্গে সঙ্গে। ডাসেনের মতে, বিশ্বকাপের মঞ্চে সবাই পারফর্ম করতে চায়, সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন এবি। 


'আমি সত্যি অবাক হই নি যে সে বিশ্বকাপের মত বঞ্চে দলে ফিরতে চেয়েছিল। বড় খেলোয়াড়দের এটা বড় একটা বৈশিষ্ট। 



'তাঁরা সব সময় চায় চাপের মধ্যে বিশ্বমঞ্চে পারফর্ম করতে। তাই তাঁর ফিরে আসতে চাওয়ার কথা শুনে আমার কাছে অবাক লাগেনি।'


২০১৮ সালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও বিভিন্ন ফ্যাঞ্চাইজি লীগ মাতিয়ে বেড়াচ্ছিলেন এই ব্যাটসম্যান। অবসরের ১বছর পর হুট করে বিশ্বকাপ চলাকালীন সময়ে তাঁর ফিরতে চাওয়া দেখে অবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball