promotional_ad

লড়াকু মনোভাব আত্মবিশ্বাস দিচ্ছে মাশরাফিকে

ছবি- আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হলেও আগামী ম্যাচের জন্য লড়াইয়ের রসদ খুঁজে পেয়েছে বাংলাদেশ, বিশ্বাস দলপতি মাশরাফি বিন মর্তুজার। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে ২ উইকেটের ব্যবধানে হারার পর মাশরাফি জানিয়েছেন সবকিছু ছাপিয়ে শরীরী ভাষার প্রতি বেশি গুরুত্ব দিতে চান তিনি। 


এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ২৪৪ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে বোলিংয়ে নেমে পরবর্তীতে ২৩৮ রানের মাথায় প্রতিপক্ষের ৮ উইকেট ফেলে দিয়েছিলেন সাকিব, মিরাজরা। এই লড়াইটিই পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস যোগাচ্ছে মাশরাফিকে। আগামী ৮ই জুন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে মাশরাফি বলেছেন,  



promotional_ad

'আমাদের মধ্যে এই বিষয়টা ছিল যে ২৩০ করি বা ২৪০ করি শুধু এই ম্যাচেই না পরের ম্যাচে এর থেকেও খারাপ ব্যাটিং হতে পারে সব দলেরই হচ্ছে টুকটাক। আমাদের দলের যে রানই প্রতিরোধ করতে হয় চেষ্টা করব যেন শরীরী ভাষাটা ঠিক থাকে যেটা সাধারণত আমাদের একটু দেরিতে থাকে। এই ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে আমরা সবসময়ই চেষ্টা করেছি......যখন ৯০-৯২ রান লাগে এবং ৮ উইকেট হাতে ওদের, তখন সাধারণত আমরা ছেড়ে দেই ম্যাচ। কিন্তু আমরা আজ শেষ পর্যন্ত চেষ্টা করেছি।'


শেষ পর্যন্ত হাল ছেড়ে না দেয়ার মানসিকতা বজায় রাখার কল্যাণে একটা সময় জয়ের স্বপ্নও দেখছিল বাংলাদেশ। যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি তাদের। তবে এই ধরণের মানসিকতা ইংলিশদের বিপক্ষে খেলার সময়েও ধরে রাখতে চান মাশরাফি। তাঁর ভাষ্যমতে, 


'চেষ্টা করতে থাকলে একটা সুযোগ তৈরি হয় আর আজকে যে সুযোগটা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তখন কিন্তু আমরা ৫০-৫০ ছিলাম। ২ বলে ২ উইকেট পড়লে ১৫ রানেও ম্যাচটা জিততে পারতাম বা ৬ রানে ২ উইকেট পড়লে ম্যাচটা জিততে পারতাম। কিছুটা লাকও দরকার হয় সবসময় ভালো খেললেই হয় না। ভালো খেলে যেটা হবে আমার কাছে মনে হয় লাকটাও ফেভার করতে হবে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball