সাকিবের দুইশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচেও টাইগারদের একাদশে আছেন সাকিব আল হাসান। আর এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।
তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। তাঁর আগে মাশরাফি এবং মুশফিক এই তালিকায় নাম লেখিয়েছিলেন।

বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত ২০০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব। এর মধ্যে ব্যাটিংয়ে ৩৫.৯৮ গড়ে ৭ শতক ও ৪৩ অর্ধ-শতকে ৫৭৯২ রান করেছেন তিনি।
এছাড়া বল হাতে ৪.৪৫ ইকোনমি রেটে ২৫০টি উইকেট নেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ রানে ৫ উইকেট নেয়া ফিগারটি তার সেরা বোলিং ফিগার।
এদিকে তামিম ইকবালও চতুর্থ বাংলাদেশী হিসেবে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলার পথে হাঁটছেন। এখন পর্যন্ত ১৯৪টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার।