শঙ্কার মুখে বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিতব্য এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কার।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কেনিংটন ওভালে আজ দিনভর বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। রিপোর্ট বলছে আজ সকালে ওভালে বৃষ্টির আশঙ্কা আছে। এই সময়ের মধ্যে ০.৪ মিলিমিটার বৃষ্টি হবে সেখানে। আর তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রী সেলসিয়াস।
এরপর দুপুর গড়িয়ে বিকালের দিকেও বৃষ্টি অব্যাহত থাকবে ওভালে। সেসময় তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রী সেলসিয়াস এবং বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ০.৩ মিলিমিটার।

শুধু সকাল কিংবা বিকালেই নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকেও। সন্ধ্যায় ১৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকবে ওভালে। অপরদিকে ০.২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই সময়ের মধ্যে। এছাড়াও পুরো দিন থাকবে মেঘাচ্ছন্ন।
এর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়েছিল। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতেও বৃষ্টি হানা দিয়েছিল। যদিও পরবর্তীতে নির্বিঘ্নে মাঠে গড়িয়েছিল সেই ম্যাচ।
উল্লেখ্য বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড উভয় দলই। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। আর কিউইরা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে।