একাদশে পরিবর্তন থাকছে নাঃ লাথাম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে নিউজিল্যান্ড। দলটির সহঅধিনায়ক টম লাথাম এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমে।
শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল একটি জয় পেয়েছিল কিউইরা। উইনিং কম্বিনেশন ঠিক রাখতে এবার মাশরাফিদের বিপক্ষেও একই দল নিয়ে খেলতে নামতে চাইছে তারা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে লাথাম বলেছেন,

'আমরা একই দল নিয়ে খেলতে নামবো। আমি মনে করি আমরা যেভাবে খেলেছি শেষ ম্যাচে তাতে প্রচুর আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি আমরা। আমার মতে বোলাররা যেভাবে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ করতে পেরেছিল বল হাতে আমি নিশ্চিত যে একই ঘটনার পুনরাবৃত্তি তারা করতে পারবে আগামীকাল।'
প্রথম ম্যাচে ব্যাট হাতে পারফর্ম করেছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল এবং কলিন মুনরো। অপরদিকে বল হাতে তিনটি করে উইকেট নিয়েছিলেন লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি। সুতরাং ব্যাটসম্যান এবং বোলারদের নিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকছেন লাথাম। তাঁর ভাষ্যমতে,
'তারা (খেলোয়াড়রা) অবশ্যই প্রতিনিয়ত উন্নতি করে যাচ্ছে যা কিনা আসলেই অসাধারণ ব্যাপার। এটি অনেক বড় টুর্নামেন্ট, সুতরাং আমাদের নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে ছেলেরা শতভাগ ফিট থাকবে। আশা করি আগামীকালের ম্যাচে আমাদের একটি সুযোগ থাকছে।'
উল্লেখ্য বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে লন্ডের কেনিংটন ওভালে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মাশরাফিরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বর্তমানে বেশ আত্মবিশ্বাসী তারা।