promotional_ad

বিশ্বকাপের ডার্ক হর্স বাংলাদেশঃ রস টেইলর

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে ডার্ক হর্স হিসেবে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। মাশরাফিদের বিপক্ষে মাঠে নামার আগে তাদের বেশ সমীহের চোখে দেখছেন তিনি। 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের দুর্দান্ত একটি জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। কিন্তু এই জয়কে অনেক ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপসেট হিসেবে দেখছেন। তবে এই কাতারে নেই টেইলরের নাম। বরঞ্চ তাঁর বিশ্বাস যোগ্য দল হিসেবেই প্রোটিয়াদের হারিয়েছে মাশরাফি বাহিনী,  



promotional_ad

'অনেকেই হয়তো এই জয়কে আপসেট হিসেবে দেখবেন, তবে সম্ভবত আমি এটাকে আপসেট বলবো না। আমি মনে করি বাংলাদেশ নিজেদের যোগ্যতায় জিতেছে এবং তারা অসাধারণ খেলেছে। তারা অবশ্যই টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স,' বলেছেন কিউই এই ব্যাটসম্যান। 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। লন্ডনের কেনিংটন ওভালে খেলতে নেমে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি। 


এরপর বল হাতে ৫০ রানে তুলে নেন এক উইকেট। সাকিবকে বাংলাদেশের অন্যতম শক্তিমত্তার উৎস দাবি করে টেইলর তাই বলেছেন, 'আমরা জানি তারা কিভাবে খেলে এবং সাকিব তাদের দলের শক্তিমত্তা অনেক বৃদ্ধি করেছে।' 



উল্লেখ্য বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কেনিংটন ওভালে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে বেশ চনমনে থাকছে মাশরাফির দল। টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টে আরও এগিয়ে যেতে চাইবে তারা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball