promotional_ad

সাফল্যের পাথেয় চাপমুক্ত ক্রিকেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চাপ এবং ঝুঁকিমুক্ত ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বকাপের প্রথম ম্যাচে সাফল্য পেয়েছে বাংলাদেশ, মতামত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং কারিশমার নজীর দেখিয়েছে বাংলাদেশ।


ব্যাট করতে নেমে কোন ঝুঁকিপূর্ণ শট না খেলেই স্কোরবোর্ডে রান যোগ করেছেন টাইগার ওপেনাররা। তামিম-সৌম্যর ব্যাটে ভালো উদ্বোধনী জুটি পাওয়ার সাকিব-মুশফিকের জুটি ইনিংসের ভিত গড়ে দেয় বাংলাদেশের জন্য। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেনের ব্যাটে দলীয় ৩০০ পার করে বাংলাদেশ।  



promotional_ad

ব্যাট হাতে দলকে বিশাল পুঁজি এনে দিতে সমানভাবে অবদান রেখেছেন সাকিব, মুশফিক, সৌম্য, মাহমুদুল্লাহরা। আর এর সবই সম্ভব হয়েছে চাপহীন ক্রিকেট খেলার কল্যাণে। ২১ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, 


'তাঁরা ইনিংস গড়েছে পুরোপুরি ঝুঁকিমুক্ত ভাবে। আমি মনে করি এটি একটি বার্তা যে এই ধরণের উইকেটে খুব বেশি ঝুঁকি নেয়ার প্রয়োজন নেই। যদি উইকেট ধীর গতির থাকে, তাহলে হয়তো তাদেরকে ঝুঁকি নিতে হবে।


বড় স্কোর গড়তে হলে উইকেটে দীর্ঘ সময় টিকে থাকতে হবে বলেও বিশ্বাস করেন মাশরাফি। তাঁর মতামত প্রোটিয়াদের বিপক্ষে এই বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তাঁর দলের ব্যাটসম্যানেরা। আগামী ম্যাচগুলোতেও একই পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে চাইছেন কাপ্তান,



'মূল বিষয় হলো আপনাকে উইকেটে সময় কাটাতে হবে আর তাহলেই খেলা সহজ হয়ে যাবে। আমি আশা করি আমাদের ব্যাটসম্যানেরা সেটি ভালোভাবেই বুঝতে পেরেছে এবং আমার মতে যত বেশি আমরা ক্রিজে থাকতে পারবো ততো ব্যাট করা সহজ হবে। সুতরাং আমি আশা করি এই বিষয়টি আগামী ম্যাচেও মাথায় থাকবে আমাদের এবং তাহলে আমাদের জন্য সহজ হবে,' বলেছেন মাশরাফি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball