টস জিতেছে ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে পাকিস্তান। আর নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ইংল্যান্ড। তবে
দুই দলই জয়ের লক্ষ্য মাথায় নিয়েই নটিংহ্যামে মাঠে নামতে যাচ্ছে তাঁরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচে আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, টম কারান, মার্ক উড, আদিল রশিদ, জোফরা আর্চার।
পাকিস্তান সম্ভাব্য একাদশঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি, ওয়াহাব রিয়াজ।