সময় এখন পাল্টে গিয়েছেঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দল এখন আর আগের পর্যায়ে নেই। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টেছে, বদলেছে টাইগারদের খেলার ধরণও। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নেয়ার পর মাশরাফি নিজেও জানালেন, বাংলাদেশ দল এখন কারও কথা তোয়াক্কা করেনা। সময় পাল্টে গিয়েছে, টাইগাররা শুধু নিজেদের খেলার প্রতি মনোযোগ দিচ্ছে এখন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২১ রানের জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। এই জয়ে পরের ম্যাচের জন্য বড় আত্মবিশ্বাস কুড়িয়েছে টাইগাররা।

বাংলাদেশের মূল লক্ষ্য নিজেদের খেলা উন্নতি করা। এভাবেই ক্রিকেট বিশ্বে সফলতা অর্জন করতে চায় টাইগাররা। মাশরাফি জানান,
'সময় এখন পাল্টে গিয়েছে। এটি এখন নির্ভর করে বিশেষ বিশেষ মানুষের ক্ষেত্রে যে আমরা কিভাবে চিন্তা করলাম। আমরা আমাদের নিজের খেলার প্রতি মনোযোগ দিচ্ছি। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে আপনারা জানেন যে ফলাফল কি হতে পারে।
'এই স্টেজটি আমাদের জন্য অনেক কঠিন। সুতরাং আমরা আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি এবং মানুষ কে কি বলছে বলুক। যদি তারা আমাদের প্রতি খুশি না হয় কিংবা আমরা কোনো ভুল করি তাহলে কথা বলবে।
'আমরা এসব নিয়ে ভাবছি না, শুধু আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি এবং আমি নিশ্চিত যে আমাদের ক্রিকেটের বিপুল পরিমাণ সমর্থক আছে।'