টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দলীয় নৈপুণ্যে ২১ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সাকিব-তামিমরা। এই নিয়ে দ্বিতীয় বারের মত বিশ্বকাপে প্রোটিয়াদের হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা।
এদিকে বাংলাদেশের এই জয়ের দিন টাইগারদের টুইটারে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেট বোদ্ধারা। ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য টুইট গুলো তুলে ধরা হলঃ
জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা)ঃ বাংলাদেশকে দেখে দক্ষিণ আফ্রিকার বোলাররা বোলিং শিক্ষা নেক।

ইয়ান বিশপ (ওয়েস্ট ইন্ডিজ)ঃ বাংলাদেশের এই জয়কে অঘটন বললে ভুল হবে।
আকাশ চোপড়া (ভারত)ঃ মাশরাফি একজন টপ ক্লাস অধিনায়ক, উপমহাদেশের অন্যতম সেরা বললে ভুল হবে না।
হার্শা ভোগলে (ভারত)ঃ দারুণ খেলেছে বাংলাদেশ, ব্যাটিং সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। দক্ষিণ আফ্রিকাকে অনেক উন্নতি করতে হবে।
হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা)ঃ 'বাংলাদেশ দলে বাঁহাতি পেসার দেখে ভালো লেগেছে। আমার উচিত পরবর্তী বিশ্বকাপের আগে একজন বাঁহাতি পেসার তৈরি করা। আমি যেটা পূর্বে বলেছিলাম, আমাদের বোলিং আক্রমণে বৈচিত্র্যের অভাব রয়েছে।'
মাইকেল ভন (ইংল্যান্ড)ঃ 'ব্যাটিং দল হিসেবে বাংলাদেশ দারুণ। সামর্থ্যবান ক্রিকেটারে ঠাসা তাদের ব্যাটিং লাইন আপে। অভিজ্ঞতায়ও কমতি নেই। এবারের বিশ্বকাপের ডার্ক হর্স দল হতে পারে বাংলাদেশ,'