promotional_ad

লন্ডনে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ-


বাংলাদেশঃ ৩৩০/৬ (৫০ ওভার)
(মুশফিক ৭৮, সাকিব ৭৫; ফেহলুকায়ো ২/৫২)
দক্ষিণ আফ্রিকাঃ- ২৮৭/৮ (৪৭.১ ওভার)
(রাবাদা ১*)


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পুঁজি গড়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেছে টাইগাররা। জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।


লন্ডনে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররাঃ-


ম্যাচ জিততে ১৭ বলে ৪৪ রানের প্রয়োজন দ. আফ্রিকার। একটু আগে ক্রিস মরিসকে (১০) বিদায় করেছেন মুস্তাফিজ। ৪৫ রান করা জেপি ডুমিনিকেও বোল্ড করেছেন তিনি। 


সাইফুদ্দিনের দুই উইকেটঃ-


মিলার ফেরার পর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় আছেন অভিজ্ঞ জেপি ডুমিনি। তাঁর সঙ্গী ভ্যান ডার ডাসেনকে ব্যক্তিগত ৪১ রানে বিদায় করার পর ফেহলুকায়োকেও ফিরিয়েছেন পেসার সাইফুদ্দিন।


মুস্তাফিজে বিদায় মিলারেরঃ-


ব্যক্তিগত ৩৮ রানে মুস্তাফিজের শিকার হয়ে ফিরেছেন মিলার। মিরাজের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরেছেন মিলার।


স্পিন আক্রমণ অব্যাহত টাইগারদেরঃ-


সাকিব, মিরাজ, মোসাদ্দেক- এই তিন স্পিনারে ক্রমাগত আক্রমণ করে চলেছে বাংলাদেশ। অপরদিকে উইকেটে থিতু হয়ে মারমুখী হওয়ার চেষ্টায় আছেন ডেভিড মিলার



promotional_ad

মিরাজে বন্দী বিপদজনক ডু প্লেসিসঃ-


রান রেটে নজর রেখে রান বাড়িয়েছেন অধিনায়ক ডু প্লেসিস। ফিফটিও আদায় করে নিয়েছেন তিনি। তাঁকে বোল্ড করে ফিরিয়েছেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।


ফিরেছেন মার্করামঃ-


কক রান আউট হয়ে ফেরার পর জুটি গড়ার চেষ্টা করছেন ডু প্লেসিস এবং মার্করাম। ওভার প্রতি বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখছিলেন তাঁরা। ৪৫ রানে ব্যাট করা মার্করামকে বোকা বানিয়ে বোল্ড করেন সাকিব।


রান আউটের ফাঁদে ডি ককঃ-


ব্যক্তিগত ২৩ রানে রান রানআউট হয়ে ফিরেছেন দেখেশুনে খেলতে থাকা ডি কক। মুশফিকের চাতুর্যপূর্ণ থ্রো তে রান নিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরেছেন তিনি।


রানরেটে নজর রাখছে দ. আফ্রিকাঃ-


বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আস্থার সঙ্গে খেলার চেষ্টা করছেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম এবং কুইন্টন ডি কক। ওভার প্রতি দরকারি রান তোলার চেষ্টায় আছেন তাঁরা।


প্রথম ইনিংসের বিবরণঃ-


ম্যাচের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। ব্যাটিংয়ে নেমে সবধানী শুরু করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।


এই দুজনে যোগ করেছেন ৬০ রান। ১৬ রান করা তামিমকে উইকেটের পেছনে ডি ককের ক্যাচ বানিয়ে আউট করেছেন অ্যান্ডিল ফেহলুকায়ো। এরপর সাকিবকে নিয়ে আরেকটি জুটি গড়েন সৌম্য।


শুরু থেকে দারুণ খেলতে থাকা সৌম্য ৩০ বলে ৪২ রান করে ক্রিস মরিসের বলে উইকেটের পেছনে ডি ককের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ১৪২ রান যোগ করেন।



সাকিব-মুশফিকের ব্যাটে মাত্র ৩২ ওভারেই দলীয় দ্বিশতকে পৌঁছে যায় বাংলাদেশ। ৫৪ বলে অর্ধশতক তুলে নেয়া সাকিব ইমরান তাহিরকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফিরেন ৭৫ রান করে।


তাঁর ইনিংসটি সাজানো ছিল ১টি ছয় ও ৮টি চারে। সাকিবের বিদায়ের পর মুশফিককে বেশ ভালোই সঙ্গ দিচ্ছিলেন মোহাম্মদ মিঠুন। তিনি ২১ রান করে তাহিরের দ্বিতীয় শিকার হন বোল্ড হয়ে।


সেঞ্চুরির আশা জাগিয়ে মুশফিক ফিরেছেন ৭৮ রান করে। ব্যাট হাতে আটটি চার মেরেছেন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে তিনশ পেরুনো পুঁজি এনে দেন মোসাদ্দেক ও মাহমুদুল্লাহ।


মোসাদ্দেক ইনিংসের শেষ দিকে আউট হয়েছেন ২৬ রান করে মরিসের শিকার হয়ে। এরপর মাহমুদুল্লাহ (৪৬) ও মেহেদী হাসান মিরাজ(৫) অপরাজিত থেকে এমন পুঁজি নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, বিশ্বকাপ ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। তাছাড়া, ওয়ানডে ফরম্যাটেও টাইগারদের এটি সর্বোচ্চ পুঁজি।


বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান। 


দক্ষিণ আফ্রিকা একাদশঃ


কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ভ্যান ডার ডাসেন, অ্যান্ডিল ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির, ক্রিস মরিস। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball