এগারো হাজারের ক্লাবে সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট ম???লিয়ে ১১ হাজার রান পূরণ করেছেন এই অলরাউন্ডার।
২০০৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিবের তিন ফরম্যাট মিলিয়ে ৩২৬টি ম্যাচে ১১০০০ রান সংগ্রহ করেছেন। যেখানে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ৭২টি হাফসেঞ্চুরি। সাকিবের অনেক আগেই অবশ্য ১১ হাজারি রান পার করেছেন ওপেনার তামিম ইকবাল।

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বমোট রান সংখ্যা বর্তমানে ৩২৩টি ম্যাচে ১২৫৩৫। তাঁর রয়েছে ২১টি সেঞ্চুরিসহ ৭৯টি হাফসেঞ্চুরি। তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
২০০৫ থেকে বাংলাদেশ দলে খেলা মুশফিক ৩৪৯টি আন্তর্জাতিক ম্যাচে ১০৭০২ রান করেছেন এবং হাঁকিয়েছেন ১২টি সেঞ্চুরি এবং ৫৬টি হাফসেঞ্চুরি।
এরপর তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মাহমুদুল্লা রিয়াদ এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
২০০৭ সাল থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৯৯টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ এবং তাঁর রান সংখ্যা ৭৬৬৩। হাঁকিয়েছেন ৭টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফসেঞ্চুরি।