promotional_ad

বাংলাদেশকে হালকাভাবে নেয়া ঝুঁকিপূর্ণঃ আকাশ চোপড়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে সতর্কবার্তা ছুঁড়ে দিয়েছেন ভারতের সাবেক ওপেনার এবং বর্তমান ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া। বাংলাদেশকে হালকাভাবে নেয়া ঝুঁকিপূর্ণ মনে করছেন তিনি।


২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল এবং ২০১৮ সালের এশিয়া কাপে ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে আয়ারল্যান্ডের মাটিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোন শিরোপা জয় করেছে টাইগাররা। দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দলটি।



promotional_ad

বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশ দলকে সহজভাবে না নেয়ার পরামর্শ দক্ষিণ আফ্রিকাকে দিয়েছেন তিনি। তাঁর ভাষায়,


'বাংলাদেশকে হালকাভাবে নেয়ার ঝুঁকিটা সম্পূর্ণ আপনার নিজের। শেষ বিশ্বকাপেও তাঁরা কোয়ার্টার ফাইনাল খেলেছিল, এশিয়া কাপের ফাইনাল খেলার পাশাপাশি ধারাবাহিক দল হিসেবে পারফর্ম করছে। তাঁরা দল হিসেবে এগিয়ে যাচ্ছে ভালো করছে।'


রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। আগের ম্যাচে ইংলিশদের কাছে বিধ্বস্ত হওয়া প্রোটিয়ারা এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইলেও বাংলাদেশের লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করা।



তবে দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে ফেভারিট মনে করছেন আকাশ। 'দক্ষিন আফ্রিকা ইংল্যান্ডের কাছে হারলেও তাঁদেরকে এখনই বাদ দিয়ে দেয়া যাবেনা। আমার বিশ্বাস তাঁরা ঘুরে দাঁড়াবে, খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে। এই দলের মধ্যে অনেক প্রতিভা আছে,' বলেছেন তিনি।


বিশ্বকাপে ২০০৭ সালে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সেই সঙ্গে ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে সিরিজ হেরেছিল তাঁরা। তাই বাংলাদেশের ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তাদের।     



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball