promotional_ad

প্রথম ম্যাচেই রেকর্ড স্পর্শ করবেন সাকিব?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই বাঁহাতি এই অলরাউন্ডার টপকে যেতে পারেন জ্যাক কালিস-শহীদ আফ্রিদিদের। 


ইতিহাসের পঞ্চম অলরাউন্ডার হিসেবে ২৫০ উইকেট এবং ৫০০০ রান করা ক্রিকেটারদের ক্লাবে প্রবেশের অপেক্ষায় আছেন সাকিব। ক্যারিয়ারে ৫০০০ রান আগেই পূরণ করলেও মাত্র ১ উইকেট দূরে আছেন ২৫০ উইকেট থেকে।



promotional_ad

১ উইকেট নিলেই দ্রুততম অলরাউন্ডার হিসেবে এই রেকর্ডটি নিজের করে নিবেন তিনি। তাঁর আগে এই ক্লাবে নাম লিখিয়েছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক, শ্রীলংকার সানাথ জয়সুরিয়া এবং দক্ষিণ আফ্রিকার জ্যাকস ক্যালিস।


এখন পর্যন্ত ১৯৮ ওয়ানডেতে মোট ৫৭১৭ রান করেছেন এই অলরাউন্ডার। আর বল হাতে ৪.৪৪ ইকোনমি রেটে ১৯৮ ওয়ানডেতে নিয়েছেন মোট ২৪৯ উইকেট। 


এর আগে দুই পেস অলরাউন্ডার রাজ্জাক ও ক্যালিস নিজেদের ২৯৬তম ম্যাচে ৫ হাজার রান ও ২৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েন। আর দুই স্পিন অলরাউন্ডার জয়সুরিয়া ৩০৪ ম্যাচে এবং আফ্রিদি ২৭৩ ম্যাচে অসাধারণ এ ডাবলের কৃতিত্ব দেখান।



তৃতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেটের স্বাদ পাওয়ার দ্বারপ্রান্তে সাকিব। ৩২৩ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন জয়সুরিয়া। ড্যানিয়েল ভেট্টোরি ৩০৫ উইকেট নিয়ে রয়েছেন দুইয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball