দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশ সাজাতে গিয়ে খানিকটা হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ দলকে। তামিম ইকবালকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি হাতে চোট পেয়েছিলেন, যদিও পরের দিন অনুশীলন করেছেন।
তবে কোনও প্রকার চিড় ধরা না পড়ায় তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট। তামিম না খেললে আজ উদ্বোধনী জুটিতে দেখা যাবে সৌম্য সরকার এবং লিটন দাসকে।

তিন নম্বরে আস্থার প্রতিদান দিতে লড়াই করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের প্রিয় পজিশন চার নম্বরেই খেলবেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম। এছাড়া মোহাম্মদ মিঠুন এবং মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন পাঁচ এবং ছয় নম্বরে।
সাত নম্বরে হার্ড হিটারের ভূমিকা পালন করতে দেখা যাবে সাব্বির রহমানকে। তবে একাদশে বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামতে চাইলে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক হসেন। কিন্তু তিনি না খেললে সাইফুদ্দিন অথবা রুবেলের উপর আস্থা রাখবে দল।
পেস বোলিং ইউনিটে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা, সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান। আর একমাত্র স্পিনার হিসেবে একাদশে থাকছেন তরুন মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে ফেরা হচ্ছে না পেসার ডেল স্টেইনের, তাঁর ইনজুরি এখনও পুরোপুরি সেরে উঠে নি।
এছাড়াও ব্যাটিং ডিপার্টমেন্টে হাশিম আমলাকে বিশ্রাম দিতে পারে দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচে ইংলিশ পেসার জোফরা আর্চারের করা বলে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। সেক্ষেত্রে একাদশে সুযোগ মিলতে পারে ডেভিড মিলারের। আর ডোয়াইন প্রিটোরিয়াসের পরিবর্তে তাবরাইজ শামসিকে পরখ করে দেখতে পারে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন/রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশঃ কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ভ্যান ডার ডাসেন, আন্দাইল ফেহলুকেয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির, তাবরাইজ শামসি।