promotional_ad

ইনজুরি দুশ্চিন্তায় বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বিশ্বকাপে রবিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। যদিও এই ম্যাচে মাঠে নামার আগে দুশ্চিন্তায় আছে টিম ম্যানেজম্যান্ট। ক্রিকেটারদের ইনজুরি বাড়তি ভাবনায় রেখেছে অধিনায়ক মাশরাফিকে। তারপরও অধিনায়ক আত্মবিশ্বাসী নিজেদের গুরুত্বপূর্ণ এই ম্যাচের ব্যাপারে। কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। 


এই ম্যাচে মাঠে নামার আগে ইংলিশ কন্ডিশনের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েও সেটাকে কাজে লাগাতে পারে নি বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বৃষ্টিতে বাতিল হলেও ভারতের বিপক্ষে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাঁদের। যেকারণে বড় কোন সফলতা ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।


তবে বিশ্বকাপে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস দিবে গেল ত্রিদেশীয় সিরিজের জয়। আয়ারল্যান্ডের মাটিতে নিজেদের প্রথম ট্রফি জয়ের পর নিজেদের মধ্যে আরও বড় কিছু করে দেখানোর অনুপ্রেরণা দেখতে পাচ্ছেন তামিম-সাকিবরা। সেই অনুপ্রেরণা থেকেই দক্ষিণ আফ্রিকা বধের মিশনে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের দলটি।


নিজেদের প্রথম ম্যাচের আগে তামিম ইকবাল পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি হাতে চোট পেয়েছিলেন, যদিও পরের দিন অনুশীলন করেছেন এই ওপেনার। এছাড়া কোন প্রকার চিড় ধরা না পড়ায় তাঁর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট।


তিনি ছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিন এবং অধিনায়ক মাশরাফিরও চোটের সমস্যা রয়েছে, যেকারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে চিন্তাভাবনা করতে হচ্ছে বাংলাদেশকে। তবে অধিনায়ক মাশরাফি পরিকল্পনা থেকে বের হতে নারাজ, তাঁদের চেষ্টা থাকবে সেরা একাদশ নিয়েই মাঠে নামার। 



promotional_ad

'বেস্ট ইলেভেন হচ্ছে যারাই সুযোগ পেয়েছে ভালো খেলেছে। এর মানে এই না যে আপনাকে পুরো প্ল্যান থেকে বেরিয়ে যেতে হবে। আপনাকে দলকে অনিশ্চিত করার কোন মানে নেই। যেটা আমাদের পরিকল্পনায় ছিল সেখানে থেকেই আমাদের ইলেভেনটা করতে হবে। আমাদের একটা সমস্যা হচ্ছে যেই ভালো খেলে তাকেই ইলেভেন নাও এমন করি, পজিশনের ব্যাপার নাই কোন কিছু নাই। 


'পজিশন খুব গুরুত্বপূর্ণ। পজিশন যদি ঠিক না থাকে তাহলে আপনি ফর্মের খেলোয়াড় এনে তো লাভ নাই। আমার কাছে মনে হয় কে কোন পজিশনে খেলে সেটা বিচার করতে হবে আগে। তাঁর ঐ পজিশনে সাক্সেসের হার কেমন থাকবে এইগুলো চিন্তা করে ইলেভেন সাজাতে হবে' মাশরাফি।


বাংলাদেশ যেমন একাদশ সাজানো নিয়ে দুশ্চিন্তায় আছে, অন্যদিকে ইংল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে আছে দক্ষিণ আফ্রিকা। তাই এই ম্যাচটাকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে প্রোটিয়া শিবির।


তাঁদের জন্য বড় দুশসংবাদ এই ম্যাচের থাকছেন না পেসার ডেল স্টেইন, শোনা যাচ্ছে ২ স্পিনার একাদশে রেখে মাঠে নামার চিন্তা ভাবনা করছেন অধিনায়ক ফাফ। আজকের ম্যাচের গুরুত্ব তাঁদের কাছে অনেক বেশী। কারণ বিশ্বকাপে টানা দুই হার দলের আত্মবিশ্বাসে বড় ব্যাঘাত ঘটাতে পারে। 


'আগের ম্যাচের নেতিবাচক দিক ভুলে পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। এটা লীগ টুর্নামেন্ট। সব মনোযোগ সেখানে দিতে হবে। সবার জন্য প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। 


'আমরা আমাদের পারফর্মেন্সে হতাশ এখন এসব ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে চাই। কারণ পরের ম্যাচে আপনাকে নিশ্চিত করতে হবে যেন ভালো ক্রিকেট খেলি' ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ফাফ ডু প্লেসিস।  



এদিকে এই ম্যাচে বাংলাদেশের হয়ে নজরে থাকবেন সাকিব আল হাসান। সদ্য ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান ফিরে পাওয়া এই অলরাউন্ডারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তুরুপের তাস হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে লেগ স্পিনার ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন/রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।


দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশঃ কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ভ্যান ডার ডাসেন, আন্দাইল ফেহলুকেয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, তাব্রাইজ শামসি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball