পরিকল্পনা থেকে বের হওয়া উচিৎ হবে নাঃ মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
একাদশ সাজাতে গিয়ে পরিকল্পনা থেকে বের হতে নারাজ বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। যারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন তাঁরাই একাদশে সুযোগ করে নিয়েছেন। পরিকল্পনায় অটুট থেকেই একাদশ তৈরি করতে চান অধিনায়ক।
ইনজুরির কারণে তামিম ইকবাল একাদশে থাকছেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। সেই সঙ্গে লোয়ার মিডেল অর্ডারে সাব্বির থাকছেন নাকি মোসাদ্দেকের উপর আস্থা রাখবে টিম ম্যানেজম্যান্ট সেটা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা।

এছাড়া পেস বোলিং বিভাগে কারা থাকছেন সেটাও নিশ্চিত নয়। মাশরাফি-মুস্তাফিজের সঙ্গে রুবেল থাকবেন নাকি সাইফুদ্দিনে ভরসা রাখবে টিম ম্যানেজম্যান্ট সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে। যেহেতু অনেক বড় টুর্নামেন্ট সকলকেই সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন কাপ্তান।
'আর বেস্ট ইলেভেন হচ্ছে যারাই সুযোগ পেয়েছে ভালো খেলেছে। এর মানে এই না যে আপনাকে পুরো প্ল্যান থেকে বেরিয়ে যেতে হবে। আপনাকে দলকে অনিশ্চিত করার কোন মানে নেই। যেটা আমাদের পরিকল্পনায় ছিল সেখানে থেকেই আমাদের ইলেভেনটা করতে হবে। আমাদের একটা সমস্যা হচ্ছে যেই ভালো খেলে তাকেই ইলেভেন নাও এমন করি, পজিশনের ব্যাপার নাই কোন কিছু নাই।
'পজিশন খুব গুরুত্বপূর্ণ। পজিশন যদি ঠিক না থাকে তাহলে আপনি ফর্মের খেলোয়াড় এনে তো লাভ নাই। আমার কাছে মনে হয় কে কোন পজিশনে খেলে সেটা বিচার করতে হবে আগে। তাঁর ঐ পজিশনে সাক্সেসের হার কেমন থাকবে এইগুলো চিন্তা করে ইলেভেন সাজাতে হবে।
'আমরা বিশ্বকাপে কোন মান্ডসেটে আসছিলাম, কাকে কাকে নিয়ে পরিকল্পনা করছিলাম, তারা ফর্মে থাকলে আমার কাছে মনে হয় না বেশি কিছু নিয়ে চিন্তা করতে হবে। টুর্নামেন্ট অনেক বড়, সবাই সুযোগ পাবে এবং আশা করি সবাই নিজেদের প্রমাণ করতে পারবে' মাশরাফি।
রবিবার কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।